রাজ্যে বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে ডেঙ্গু। সরকারি তথ্য অনুসারে এখনও পর্যন্ত রাজ্যে ৫০ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত ৫৬,৭০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রবিবার সন্ধ্যে পর্যন্ত শেষ ৭ দিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি।
রাজ্যে ডেঙ্গু আক্রান্তের তথ্য জানালেও এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে সেই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। বেসরকারি সূত্র অনুসারে রাজ্যে এই বছর এখনও পর্যন্ত ৬০ জনের বেশি মানুষের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুসারে, সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগণা জেলায়। যেখানে আক্রান্তের সংখ্যা ১১,২৪৪। দ্বিতীয় স্থানে আছে কলকাতা। এখানে আক্রান্তের সংখ্যা ৬,০৭০ এবং ৫,৭৯১ জন আক্রান্তের সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে আছে মুর্শিদাবাদ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগণা, হুগলী, হাওড়া এবং মালদায় ডেঙ্গু তীব্র আকার ধারণ করেছে।
যদিও রাজ্য সরকারের তথ্য সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গুর কারণে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। যদিও সেগুলোকে ‘অজানা জ্বরে মৃত্যু’ বলে দেখানো হয়েছে।
এই মাসের প্রথমে কলকাতা হাইকোর্টে ডেঙ্গু প্রসঙ্গে এক জনস্বার্থ মামলা দায়ের হয়। যেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজ্য সরকারকে সক্রিয় প্রশাসনিক পদক্ষেপ নিতে আদালতকে মধ্যস্থতা করার দাবি জানানো হয়।
যদিও রাজ্য সরকারের বক্তব্য অনুসারে, কেন্দ্র এই খাতে রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন