২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল সোমবার থেকে বৃদ্ধি পাচ্ছে একাধিক ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানানো হল। এপ্রিল থেকে রোজকার প্রয়োজনীয় ৮০০ টি ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।
প্রতিবছর এপ্রিলে ওষুধের মূল্য নির্ধারিত হয়। সেইমতো এই অর্থবর্ষে ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এনপিপিএ–র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, পেনকিলার (ব্যাথা-যন্ত্রণার ওষুধ), ভিটামিন, রক্তচাপ-সুগার-কোলেস্টেরল এবং জ্বর-সর্দি-কাশির মত প্রায় ৮০০ ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে।
তবে এই দাম বৃদ্ধির ফলে আমজনতার পকেটে খুব একটা চাপ পড়বে না বলেই জানিয়েছে বিশেষজ্ঞরা। কারণ, গত অর্থবর্ষের তুলনায় এই অর্থবর্ষের ওষুধের দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে। এনপিপিএ জানিয়েছে, শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন উপদেষ্টামণ্ডলীর সুপারিশ মেনে, হোলসেল প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী ৭২৬ রকমের ওষুধের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে। যা পুরনো দামের থেকে ০.০০৫৫১% বেশি। যেখানে ২০২২-’২৩ অর্থবর্ষে ১০% এবং ২০২৩-’২৪ অর্থিক বর্ষে ১২% হারে দাম বৃদ্ধিতে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
তবে এই ওষুধের মূল্যবৃদ্ধিতে চিন্তার ভাঁজ পড়েছে নিত্যদিন ওষুধের ব্যবহারকারীদের। কারণ, বহু দরিদ্র মানুষদের প্রতিদিন উচ্চ রক্তচাপ, সুগারের মতো ওষুধ খেতে হয়। তবে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের ৬৯টি ওষুধের দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই নতুন করে ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন