ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) শনিবার নির্দেশিকা জারি করেছে যে বেসরকারী মেডিক্যাল কলেজের ৫০ শতাংশ আসনের ফি সেই নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলির ফি-র সমান হতে হবে।
NMC –র নির্দেশিকা অনুযায়ী - “এই ফি কাঠামোর সুবিধা প্রথমে সেই প্রার্থীরা পাবেন, যারা সরকারী কোটার আসনের জন্য নির্বাচিত হবেন, তবে এটি সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের মোট অনুমোদিত আসন সংখ্যার ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।”
বর্তমানে বেসরকারী মেডিক্যাল কলেজগুলিতে মেধা ভিত্তিক আসনের জন্য ফি রাজ্য দ্বারা নির্ধারিত হয়। ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্ট, ২০১৯ কার্যকর হওয়ার পরে বেসরকারী মেডিক্যাল কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিতেও ৫০ শতাংশ আসনের ক্ষেত্রে ফি এবং অন্যান্য চার্জ নির্ধারণের ক্ষেত্রে নির্দেশিকা প্রণয়ন বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশিকাতে আরও বলা হয়েছে, যদি সরকারি কোটার আসন মোট অনুমোদিত আসনের ৫০ শতাংশের কম হয়, তবে অবশিষ্ট প্রার্থীরা সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে সরকারি মেডিক্যাল কলেজের ফি-এর সমতুল্য ফি সুবিধা পাবেন। এনএমসি (NMC) জানিয়েছে, প্রচুর আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত নেওয়ার আগে, একটি বিশেষজ্ঞ কমিটি বেসরকারী মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ফি নির্ধারণের জন্য মোট ২৬টি বিস্তারিত নির্দেশিকা সুপারিশ করেছিল। প্রায় ১৮০০ টি সংশোধনী প্রস্তাব আসে বিশেষজ্ঞ কমিটির কাছে। অবশেষে ২৯ ডিসেম্বর, ২০২১-এর সভায় চুড়ান্ত নির্দেশিকা গৃহীত হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন