করোনা মহামারির তৃতীয় ঢেউ আসবেই, সেটা বিশেষজ্ঞরা অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলেন। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সেই ঢেউ আনবে কিনা, তা নিয়ে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে নতুন ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, টিকার কার্যকারিতা অনেকটা কমিয়ে দিতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছিল। এবার সেই আশঙ্কায় সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’।
রবিবার এক বিবৃতিতে হু জানিয়েছে, তথ্যপ্রমাণ বলছে সংক্রমণ প্রতিরোধে টিকার কার্যকারিতা কমিয়ে দিচ্ছে ওমিক্রন। গোষ্ঠী সংক্রমণ ঘটলে ডেল্টাকে টেক্কা দিতে পারে ওমিক্রন এবং সেক্ষেত্রে এটাই প্রধান সংক্রামক স্ট্রেইন হয়ে উঠতে পারে।
ইতিমধ্যেই বিশ্বে ৬০ টিরও বেশি দেশে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। ব্রিটেনে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে আজ। টিকার বুস্টার ডোজ চালু করার কথা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তথ্য বলছে, ‘ওমিক্রন’ অধিক সংক্রামক হওয়ায় জনগোষ্ঠীতে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে টিকার সুরক্ষাও এর কাছে নস্যাৎ হয়ে যেতে পারে। ভারত সহ অনেক দেশে বহু টিকাপ্রাপ্তই ‘ওমিক্রনে’ আক্রান্ত হয়েছেন। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩৮।
কিন্তু ভাইরোলজিস্টরা এখনই এতটা হতাশ নন। তাঁদের মতে, অ্যান্টিবডির সুরক্ষা ছাড়াও ওমিক্রনকে ঠেকাতে দেহে টি-লিম্ফোসাইট মেমোরি কোষ মজুত রয়েছে। তাই উদ্বেগের কিছু নেই। সংক্রমণ বাড়িয়ে প্রভাবশালী হতে গেলে আক্রমণের ধার ভোঁতা হবে ওমিক্রনের। এই ভ্যারিয়েন্টের হাত ধরে মহামারির অবসান হওয়ার আশাও করছেন ভাইরোলোজিস্টরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব ভারতের রিজিওনাল ডিরেক্টর ডা. পুনম ক্ষেত্রপাল বলেন, 'নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনার বিপদ যে কাটেনি, তা বলাই চলে।' তাঁর দাওয়াই, করোনা বিধিগুলি অনুসরণ করতেই হবে। পাশাপাশি টিকাকরণের হারও বাড়াতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন