ওমিক্রনের বিস্তারের কারণে বড়দিন-নববর্ষের আগে মুম্বাইতে পার্টি বা বড় জমায়েতের অনুমতি দেবে না মহারাষ্ট্র সরকার। মুম্বাইয়ে এমনটাই জানালেন মন্ত্রী আসলাম শেখ। উৎসবের সময় অতিরিক্ত ভিড় এড়াতে এবং শহরে ওমিক্রনের বিস্তার রোধ করার জন্য এটি করা হচ্ছে।
অবশ্য সমস্ত ধর্মীয় ক্রিয়াকলাপ যথারীতি গির্জাগুলিতে অনুমোদিত হবে এবং শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হবে। ইতিমধ্যেই মুম্বাই ও পুনেতে ওমিক্রনের ১২ টি কেস ধরা পড়েছে। বানিজ্য নগরী মুম্বাইতে প্রতিদিনই প্রচুর আন্তর্জাতিক ফ্লাইট যাত্রীরা অবতরণ করেন। ফলে রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ছে মুম্বাইতে।
গত বছরও ক্রিসমাস (২০২০) এবং নববর্ষের প্রাক্কালে (২০২১), সতর্কতা হিসাবে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল মুম্বাইতে। উল্লেখ্য, করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হতেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল মুম্বাই। সংক্রমণের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়েছিল মহারাষ্ট্রের প্রশাসনকে। তাই ওমিক্রন সংক্রমণের আগে থেকেই চূড়ান্ত সতর্কতা জারি করা হচ্ছে। মুম্বই কমিশনারেটের অধীনে থাকা সমস্ত জায়গাতেই ইতিমধ্যেই বড় জমায়েত, যেমন পথসভা বা বিক্ষোভ মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা মহামারির তৃতীয় ঢেউ আসবেই, সেটা বিশেষজ্ঞরা অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলেন। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সেই ঢেউ আনবে কিনা, তা নিয়ে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে নতুন ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, টিকার কার্যকারিতা অনেকটা কমিয়ে দিতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছিল। এবার সেই আশঙ্কায় সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’।
রবিবার এক বিবৃতিতে হু জানিয়েছে, তথ্যপ্রমাণ বলছে সংক্রমণ প্রতিরোধে টিকার কার্যকারিতা কমিয়ে দিচ্ছে ওমিক্রন। গোষ্ঠী সংক্রমণ ঘটলে ডেল্টাকে টেক্কা দিতে পারে ওমিক্রন এবং সেক্ষেত্রে এটাই প্রধান সংক্রামক স্ট্রেইন হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই বিশ্বে ৬০ টিরও বেশি দেশে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন