কেমিক্যাল হেয়ার স্ট্রেটনিং প্রোডাক্ট ক্যান্সারের কারণ! এই অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের লরিয়েল (L'Oreal) কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মার্কিন মহিলা।
মার্কিন মহিলার নাম জেনি মিশেল। যিনি ল'ওরিয়াল ইউএসএ (L'Oreal USA) কোম্পানির বিক্রিত কেমিক্যাল হেয়ার স্ট্রেটনিং প্রোডাক্ট ব্যবহার করে সম্প্রতি জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই অভিযোগে গত শুক্রবার ল'ওরিয়াল কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মিশেল। তাঁর আইনজীবী মারফত এমনটাই জানা গেছে।
সিভিল মামলা চলাকালীন জেনি মিশেল জানান, তিনি প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ল'ওরিয়াল কোম্পানির প্রোডাক্টগুলি ব্যবহার করেছেন। এর ফলে তিনি জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। যার জন্য তাঁকে বাধ্য হয়ে সম্পূর্ণভাবে হিস্টেরেক্টমির পথ বেছে নিতে হয়। (হিস্টেরেক্টমি হল অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু অপসারণের পদ্ধতি। এটি সার্ভিক্স, ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব এবং শরীরের অন্যান্য অংশের অপসারণের সাথে জড়িত থাকতে পারে।)
সম্প্রতি, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট জার্নাল হেয়ার স্ট্রেটনিং-র জন্য ব্যবহৃত রাসায়নিক পণ্যের সাথে জরায়ু ক্যান্সারের মধ্যে যোগসূত্র স্থাপন সংক্রান্ত একটি গবেষণা পত্র প্রকাশ করেছিল। তার মাত্র কয়েকদিন পরেই ল'ওরিয়াল কোম্পানির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মিশেল।
সমীক্ষায় দেখা গেছে, যেসব মহিলারা এই কোম্পানির পণ্য ব্যবহার করেননি, তাঁদের তুলনায় যেসব মহিলারা বছরে চারবারের বেশি পণ্যটি ব্যবহার করেছেন, তাঁদের জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা দ্বিগুণের বেশি। যদিও, জরায়ুর ক্যান্সার তুলনামূলকভাবে বিরল। তবে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে কৃষ্ণাঙ্গ মহিলাদের মধ্যে এর প্রকোপ ক্রমশ বাড়ছে।
মিশেলের ব্যক্তিগত ইনজুরি অ্যাটর্নি বেন ক্রাম্প একটি বিবৃতিতে বলেছেন, "কৃষ্ণাঙ্গ মহিলারা দীর্ঘকাল ধরে বিপজ্জনক পণ্যের শিকার হয়েছেন। যা তাদের কাছে বিপণনের সামগ্রিক হিসেবে বিক্রি করা হয়।"
ক্রাম্প আরও বলেন, "আমরা খুব শীঘ্রই প্রমাণ করব, মিশেলের মর্মান্তিক ঘটনাটি অগণিত মামলার মধ্যে একটি। যেখানে কোম্পানিগুলি তাদের মুনাফা বাড়ানোর জন্য আক্রমণাত্মকভাবে কৃষ্ণাঙ্গ নারীদের বিভ্রান্ত করেছে।"
শুক্রবারের দেওয়ানী মামলায় ফরাসি প্রসাধনী জায়ান্ট ল'রিয়েলের মার্কিন শাখা থেকে ক্ষতিপূরণ দাবি করেছে। যদিও মামলা হওয়ার পর ল'ওরিয়াল কোম্পানির তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন