দেশে পুরুষদের আত্মহত্যার ঘটনা বাড়ছে, প্রবণতা বেশি দিনমজুরদের মধ্যে, বলছে রিপোর্ট

২০২১ সালে মোট ৮১,০৬৩ জন বিবাহিত পুরুষ আত্মঘাতী হয়েছেন, যেখানে বিবাহিত মহিলাদের মধ্যে আত্মহত্যার সংখ্যাটা ২৮,৬৮০।
দেশে পুরুষদের আত্মহত্যার ঘটনা বাড়ছে, প্রবণতা বেশি দিনমজুরদের মধ্যে, বলছে রিপোর্ট
প্রতীকী ছবি
Published on

দেশে তরতরিয়ে বাড়ছে আত্মহত্যার পরিসংখ্যান। মহিলাদের তুলনায় পুরুষদের আত্মঘাতী হওয়ার প্রবণতা অনেক বেশি। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘ল্যান্সেট রিজিওনাল হেলথ’ জার্নালে।

রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৪ থেকে ২০২১, সাত বছরে পুরুষদের মধ্যে আত্মহত্যা বেড়েছে শতকরা ৩৩.৫ শতাংশ। যেখানে মহিলাদের আত্মহত্যার সংখ্যা বেড়েছে মাত্র ৫.৮৯ শতাংশ। পুরুষদের মধ্যে এই আকাশছোঁয়া আত্মহত্যার প্রবণতা শিয়রে বিপদ নিয়ে আসছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তবে সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছেন বিবাহিত পুরুষরা।

চলতি সপ্তাহেই প্রকাশিত ভারতের আত্মহত্যার পরিসংখ্যান সংক্রান্ত রিপোর্টে দেখা গিয়েছে, সাত বছরে দেশজুড়ে পুরুষদের আত্মহত্যার পরিমাণ এতটাই বেড়েছে যে তা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট বলছে, ২০১৪ সালে দেশে মহিলাদের তুলনায় পুরুষদের অত্মহত্যার পরিমাণ ছিল দ্বিগুণের কিছু বেশি। সেই বছর মোট ৪২,৫২১ জন মহিলা আত্মঘাতী হয়েছেন, যেখানে পুরুষদের মধ্যে ওই সংখ্যাটা ছিল ৮৯,১২৯। কিন্তু ২০২১ সালে পুরুষ ও মহিলার মাঝের ফারাকটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় আড়াই গুণ। ২০২১ সালে মোট ১,১৮,৯৭৯ জন পুরুষ আত্মঘাতী হয়েছেন, যেখানে মহিলাদের মধ্যে সংখ্যাটা ৪৫,০২৬।

২০১৪ থেকে ২০২১, সাত বছরে পুরুষদের মধ্যে আত্মহত্যার পরিমাণ সব মিলিয়ে বেড়েছে ৩৩.৫ শতাংশ, যেখানে মহিলাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে মাত্র ৫.৮৯ শতাংশ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ওই সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে দিন-মজুরদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। পুরুষ ও মহিলা দিন-মজুর মিলিয়ে ২০১৪ সাল (১৫,৭৩৫ জনের মৃত্যু) থেকে ২০২১ সালের (৪১,৯৯৭ জনের মৃত্যু) মৃত্যুর মধ্যে প্রায় ১৬০ শতাংশ বৃদ্ধি দেখা গয়েছে। তবে শুধুমাত্র পুরুষ দিন-মজুরদের মধ্যে এই বৃদ্ধিটা ১৭০ শতাংশের বেশি। ২০১৪ সালে যেখানে আত্মঘাতী হয়েছিলেন ১৩,৯৪৪ জন পুরুষ, সেখানে ২০২১ সালে মৃতের সংখ্যা ৩৭,৭৫১ জন।

তবে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতে রয়েছেন বিবাহিত যুবকরা। এই নিয়ে ইন্ডিয়ান ইন্সটিটিউশন অফ পপুলেশন সায়েন্সের তরফে সূর্যকান্ত যাদব এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পুরুষদের আত্মহত্যায় এই ব্যাপক বৃদ্ধি চিন্তার একটা কারণ বটেই। বিশেষত, বিবাহিত পুরুষরাই সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছেন। ২০২১ সালে বিবাহিত মহিলাদের (প্রতি লাখে ৮.৪) তুলনায় বিবাহিত পুরুষদের (প্রতি লাখে ২৪.৩) আত্মঘাতী হওয়ার পরিসংখ্যান প্রায় তিনগুণ বেশি। আরও স্পষ্ট করে বলতে গেলে, ২০২১ সালে মোট ৮১,০৬৩ জন বিবাহিত পুরুষ আত্মঘাতী হয়েছেন যেখানে বিবাহিত মহিলাদের মধ্যে আত্মহত্যার সংখ্যাটা ২৮,৬৮০।”

(এখানে আত্মহত্যা প্রতিরোধ হেল্পলাইন নম্বর দেওয়া আছে। আপনি বা আপনার পরিচিত কারোর সহায়তার প্রয়োজন হলে অনুগ্রহ করে যোগাযোগ করুন। সর্বভারতীয় হেল্পলাইন নম্বর - ০২২-২৭৫৪৬৬৬৯)

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in