ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার চালু করলো কলকাতা পৌর সংস্থা। স্বাস্থ্য সাথী প্রকল্পের থেকেও ৬২ শতাংশ কমে যেকোনো স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন সাধারণ মানুষ। বুধবার সেই সেন্টারের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
বুধবার খিদিরপুর অঞ্চলের বোরো ৯-র অন্তর্গত ৭৭ নম্বর ওয়ার্ডের মানসতলা লেনে এই ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর রেহানা শামীম খান, বোরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, অসীম বসু সহ কলকাতা পৌর সংস্থার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীও।
এই ন্যায্য মূল্যর ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই, ডিজিটাল এক্সরে, সি টি স্ক্যান এবং ইউ এস জি করা হবে। মাত্র ২২৬ টাকায় সি টি স্ক্যান এবং মাত্র ৯৪০ টাকায় এমআরআই করা যাবে বলে জানান ফিরহাদ হাকিম। তিনি বলেন, রাজ্য সরকারের স্বাস্থ্য সাথীর নির্ধারিত মূল্যর থেকে ৬২ শতাংশ কমে সাধারণ মানুষ পরিষেবা পাবেন।
পাশাপাশি তিনি বলেন, ন্যায্যমূল্যে ওষুধের দোকান হয়েছে কিন্তু ন্যায্য মূল্যে ডায়াগনস্টিক সেন্টার ছিল না। মানুষের সুবিধার জন্য চার্টও দেওয়া হয়েছে। এই মূল্যে ভারতের কোথাও পরীক্ষা হয় না। প্রথমে এসে রোগীকে টোকেন নিতে হবে। টোকেনের নম্বর অনুযায়ী পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে।
কলকাতা পৌর সংস্থার উদ্যোগে সরকারি হাসপাতাল থেকেও প্রায় অর্ধেক মূল্য এবার ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরিষেবা পাবেন সাধারণ মানুষ। ফলে কলকাতা পৌর সংস্থার এই প্রচেষ্টায় খুশি ওই অঞ্চলের সাধারণ মানুষ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন