মার্কিন মুলুকে মামলার পাহাড় ভারতের আয়ুর্বেদিক পণ্য সংস্থা ডাবর-এর বিরুদ্ধে। বুধবার কোম্পানি কর্তৃপক্ষ নিজেই সেই কথা জানিয়েছে। সংস্থাটির বেশ কয়েকটি পণ্যের ব্যবহারে ক্যানসার-সহ বিভিন্নরকমের শারীরিক অসুস্থতা শিকার হচ্ছেন উপভোক্তারা।
এদিন ডাবর ইন্ডিয়া-এর তরফে জানানো হয়েছে, আমেরিকা ও কানাডায় ডাবরের সাবসিডারি সংস্থাগুলির পণ্যের ব্যবহারে ডিম্বাশয় ও জরায়ুর ক্যানসার এবং অন্যান্য অসুস্থতা দেখা দেওয়ার অভিযোগ জানিয়ে কয়েক হাজার মামলা করা হয়েছে। তবে মামলাগুলি এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়েই রয়েছে বলে জানিয়েছে তারা।
আমেরিকা ও কানাডায় ডাবর-এর সাবসিডারি কোম্পানি ‘নমস্তে ল্যাবরেটরিজ’, ‘ডারমোভিভা স্কিন এসেন্সিয়াল’ এবং ‘ডাবর ইন্টারন্যাশনাল’-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের জেলা আদালতে প্রায় ৫৪০০টি অভিযোগ মামলা একত্রিত করা হয়েছে।
বুধবার ডাবর ইন্ডিয়া জানিয়েছে, “বর্তমানে মামলাগুলি একেবারে প্রাথমিক আবেদন ও অনুসন্ধান পর্যায়ে রয়েছে।” ডাবর অভিযোগগুলিকে ‘অপ্রমাণিত এবং অসম্পূর্ণ’ বলে উল্লেখ করেছে।
সংস্থার তরফে অভিযোগ মামলাগুলির যাবতীয় দায় সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। ভাটিকা শ্যাম্পু, হানিটাস কাফ সিরাপ ইত্যাদি বহুল প্রচলিত আয়ুর্বেদিক পণ্য প্রস্তুতকারক সংস্থাটি আরও জানিয়েছে, মামলাগুলির কারণে তারা আর্থিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা এখনও নির্ধারণ করতে পারেনি।
তবে মার্কিন আদালতে ডাবরের ৩ টি সাবসিডারি সংস্থার বিরুদ্ধে মামলার পাহাড় দায়ের হওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন