NEET-PG: জুলাইয়ে হবে নিট-পিজি, প্রশ্নফাঁসের ঝুঁকি এড়াতে অভিনব ব্যবস্থার সিদ্ধান্ত সংস্থার

People's Reporter: উল্লেখ্য, গত ২৩ জুন হওয়ার কথা ছিল নিট-পিজি পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে তা স্থগিত করে দেওয়া হয়।
জুলাইতেই নিট-পিজি
জুলাইতেই নিট-পিজিফাইল চিত্র
Published on

চলতি মাসেই ফের আয়োজন করা হবে নিট-পিজি। পাশাপাশি, প্রশ্নফাঁসের ঝুঁকি এড়াতে এবার এক অভিনব ব্যবস্থা নেওয়া হচ্ছে নিট-পিজি পরীক্ষায়। সরকার এবং দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন (এনবিই) সূত্রে খবর, পরীক্ষার দু’ঘন্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা বৈঠক করেন সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের সঙ্গে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশ্নফাঁসের ঝুঁকি এড়াতে পরীক্ষার মাত্র দু’ঘন্টা আগে তৈরি করা হবে প্রশ্নপত্র। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই মাসেই হবে নিট-পিজি পরীক্ষা।

উল্লেখ্য, গত ২৩ জুন হওয়ার কথা ছিল নিট-পিজি পরীক্ষা। নিট-পিজি পরীক্ষার আয়োজন করে ‘দ্য ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস’। কিন্তু পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে তা স্থগিত করে দেওয়া হয়। জল্পনা শুরু হয় প্রশ্নফাঁস নিয়ে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নিট-পিজি প্রক্রিয়াগুলির দৃঢ়তার সাথে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করা হবে। সরকার জানায়, শিক্ষার্থীদের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুন সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে পড়ুয়াদের সতর্ক করে জানানো হয়, সমাজমাধ্যমে কেউ বা কারা প্রশ্ন বিক্রি করার নামে পড়ুয়াদের বোকা বানাতে চাইছেন। তাঁদের পাতা ফাঁদে যেন কেউ পা না দেন। জানা গিয়েছে, কিছু মানুষ এই পরীক্ষার প্রশ্নের কথা বলে পড়ুয়াদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছেন।

জুলাইতেই নিট-পিজি
রাজ্যের বেসরকারি হাসপাতালে বেলাগাম বিল, অসঙ্গতি রুখতে ব্যর্থ সরকার
জুলাইতেই নিট-পিজি
NEET 2024: নিটে গ্রেস নম্বরের ব্যাখ্যা চেয়ে এনটিএ–কে নোটিশ সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in