Nipah Virus: কেরালায় চোখ রাঙাচ্ছে নিপা! সংক্রমণ রুখতে অ্যান্টিবডি পাঠাল ICMR

People's Reporter: পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভারোলজি (NIV)-এর তরফে কেরালা সরকারকে মোবাইল ল্যাবরেটরি BSL-3 পাঠানো হয়েছে।
Nipah Virus: কেরালায় চোখ রাঙাচ্ছে নিপা!  সংক্রমণ রুখতে অ্যান্টিবডি পাঠাল ICMR
ছবি - প্রতীকী
Published on

কেরালায় সংক্রমণ বাড়ছে নিপা ভাইরাসের। বিশেষ করে রাজ্যের কোঝিকড় জেলায় নিপার সংক্রমণ চিন্তার ভাঁজ ফেলছে প্রশাসনের কপালে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আগেই পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে কেরালায় একটি সহায়তা দল পাঠানো হয়েছে। এবার নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য ICMR কেরালা সরকারকে অ্যান্টিবডি পাঠাল। একইসঙ্গে দ্রুত সংক্রমণের পরীক্ষা করার জন্য একটি ‘মোবাইল ল্যাবরেটরি’ও পাঠানো হয়েছে।

গত ৩০ আগস্ট কোঝিকড়ের একটি বেসরকারি হাসপাতালে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর পরেই জল্পনা ছড়াতে শুরু করে। সোমবার ফের আরও এক রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এলে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে মানুষকে সতর্ক থাকতে বলা হয়। এরপর সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য নিশ্চিত করেন, ওই দুটি মৃত্যুর প্রধান কারণ নিপা ভাইরাস সংক্রমণ। রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোঝিকড় জেলায় কন্ট্রোল রুমও খোলা হয়। কিন্তু গত দু-তিনদিন ধরে সংক্রমণ বিস্তারের গতি বেড়েছে অনেকটাই। শুধু কোঝিকড় জেলাতেই দুই মৃত্যু-সহ এখনও পর্যন্ত মোট ৫ জন নিপার ছোবলে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেরালার স্বাস্থ্যমন্ত্রককে অ্যান্টিবডি পাঠাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। ওই অ্যান্টিবডির কার্যকারিতা এখনও সেভাবে প্রমাণিত না হলেও এই মুহূর্তে নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে স্বাস্থ্যমন্ত্রকের কাছে এটাই একমাত্র পথ বলে জানা গিয়েছে।

পাশাপাশি, দ্রুত নমুনার পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা শুরু করার দিকেও জোর দেওয়া হচ্ছে। সেই উদ্দেশ্যে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভারোলজি (NIV)-এর তরফে কেরালা সরকারকে মোবাইল ল্যাবরেটরি BSL-3 (Biosafety Level-3) পাঠানো হয়েছে। ফলে এতদিন যেখানে নমুনা পরীক্ষার জন্য পুনায় পাঠাতে হত, এবার সেটা কেরালা স্বাস্থ্যমন্ত্রক নিজেরাই করে নিতে পারবে। এতে নমুনা পরীক্ষায় ব্যাপক গতি আসবে বলেই মনে করা হচ্ছে।

Nipah Virus: কেরালায় চোখ রাঙাচ্ছে নিপা!  সংক্রমণ রুখতে অ্যান্টিবডি পাঠাল ICMR
Nipah Virus: নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরালায় মৃত ২! দক্ষিণী রাজ্যে গেল কেন্দ্রের দল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in