রবিবারের ১৫২৫ থেকে ১৭৫ বেড়ে সোমবার দেশে ওমিক্রন সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ১৭০০। এখনও ৫১০ সংক্রমণ নিয়ে শীর্ষে আছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন ৫০ জন ওমিক্রন সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে। যদিও দিল্লিতে শেষ ২৪ ঘণ্টায় নতুন কোনো সংক্রমণের ঘটনার খবর পাওয়া যায়নি।
দৈনিক সংক্রমণের বিচারে এর পরেই আছে কেরালা। শেষ ২৪ ঘণ্টায় যেখানে ৪৭ জন সংক্রমিতের খোঁজ মিলেছে। কেরালায় মোট সংক্রমণ ১৫৬। গুজরাটে ১৩৬, তামিলনাড়ুতে ১২১ (+৪), রাজস্থানে ১২০ (+৫১), তেলেঙ্গানায় ৬৭, কর্ণাটকে ৬৪, ওড়িশায় ৩৭ (+২৩), পশ্চিমবঙ্গে ২০, অন্ধ্রপ্রদেশে ১৭ জন সংক্রমিতের সন্ধান মিলেছে।
এছাড়াও মধ্যপ্রদেশে ৯, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে ৮ জন করে, চন্ডীগড় এবং জম্মু ও কাশ্মীরে ৩ জন করে, আন্দামানে ২ জন, পাঞ্জাব, মণিপুর, লাদাখ, হিমাচল প্রদেশ ও গোয়াতে ১জন করে সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে।
কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে ১৭০০ সংক্রমিতের মধ্যে সুস্থ হয়ে গেছেন ৬৩৯ জন। যার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ জন। মোট সক্রিয় সংক্রমণ ১,০৬১।
ওমিক্রনের পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে কোভিড সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৩,৭৫০ জন এবং মৃত্যু হয়েছে ১২৩ জনের। যদিও গত ১ দিনে সংক্রমণ মুক্ত হয়েছেন ১০,৮৪৬ জন। মোট সক্রিয় সংক্রমণ মাত্র ২২,৭৮১। গতকাল কোভিড সংক্রমণের সংখ্যা ছিলো ২৭,৫৫৩।
সোমবার সকালের সরকারি পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১১,৮৭৭, পশ্চিমবঙ্গে ৬,১৫৩, দিল্লিতে ৩,১৯৪, কেরালাতে ২,৮০২, কর্ণাটকে ১,১৮৭, তামিলনাড়ুতে ১,৫৯৪, ঝাড়খন্ডে ১,০৫৭, গুজরাটে ৯৬৮ জন সংক্রমিত হয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন