ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে শনিবার একথা জানানো হয়েছে। মন্ত্রকের তথ্য অনুসারে ৪১৫ জনের ইতিমধ্যেই সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৫ জন।
দেশের মোট ওমিক্রন সংক্রমণের তালিকায় শীর্ষে মহারাষ্ট্র। যেখানে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১০৮। এরপরেই স্থান দিল্লির। সেখানে ওমিক্রন সংক্রমিত ৭৯। গুজরাটে ৪৩, তেলেঙ্গানায় ৩৮, কেরালায় ৩৭, তামিলনাড়ুতে ৩৪টি সংক্রমণের হদিশ পাওয়া গেছে।
গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিলো মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ৩৫৮। যাদের মধ্যে ১৮৩ জনের পরীক্ষা করে দেখা গেছে এদের মধ্যে ৯১ জনের ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া আছে। মন্ত্রক আরও জানিয়েছে এঁদের মধ্যে ৭০ শতাংশই উপসর্গহীন।
ওমিক্রন সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মহারাষ্ট্রে রাত ৯ টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাঁচজন অথবা তার বেশিজনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে হরিয়ানা এবং দিল্লিতেও বড়দিন উপলক্ষ্যে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, এদিনই কোভিডের ক্ষেত্রে সক্রিয় সংক্রমণের সংখ্যা নেমে এসেছে ৭৭,০৩২-এ। যা মোট সংক্রমণের মাত্র ০.২২ শতাংশ। গত মার্চ ২০২০-র পর থেকে এটাই সর্বনিম্ন। দেশের সংক্রমণ মুক্তির জাতীয় গড় দাঁড়িয়েছে ৯৮.৪০ শতাংশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন