রবিবারের ৪২২ থেকে এক ধাক্কায় সোমবার ৫৭৮-এ পৌঁছে গেল দেশের ওমিক্রন সংক্রমিতের সংখ্যা। শতকরার হিসেবে শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে ৩৭ শতাংশ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে একথা জানা গেছে।
সোমবারের স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে দেশে সর্বাধিক ওমিক্রন সংক্রমিতের সংখ্যা দিল্লিতে। মোট ১৪২। এরপরেই মহারাষ্ট্রে ১৪১, কেরালায় ৫৭, গুজরাটে ৪৯, রাজস্থানে ৪৩ বলে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে।
যদিও ওমিক্রন বাড়লেও দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা আরও কমেছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬,৫৩১ জন। যা গতকালের তুলনায় ৬.৫% কম। বর্তমানে দেশে সক্রিয় কোভিড সংক্রমিতের সংখ্যা ৭৫,৮৪১।
ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণের কারণে আজ রাত ১১টা থেকে দিল্লিতে নাইট কার্ফু চালু করা হচ্ছে। যদিও এই নাইট কার্ফুর আওতা থেকে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ, বিমানবন্দর, রেলস্টেশন ও বাসডিপো থেকে যাত্রী পরিবহণ, ই কমার্স ডেলিভারিকে বাদ দেওয়া হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন