নাইট ডিউটিতে নিরাপত্তাহীনতায় ভোগেন এক-তৃতীয়াংশ চিকিৎসক! আরজি কর আবহে প্রকাশ্যে IMA-র সমীক্ষা

People's Reporter: কেরালা স্টেট আইএমএ-র গবেষণা সেলের চেয়ারম্যান চিকিৎসক রাজীব জয়দেবনের নেতৃত্বে এই সমীক্ষা চালানো হয়। ২২টি রাজ্যের ৩৮৮৫জন চিকিৎসককে নাইট ডিউটি নিয়ে প্রশ্ন করা হয়।
নাইট ডিউটিতে নিরাপত্তাহীনতায় ভোগেন এক-তৃতীয়াংশ চিকিৎসক! আরজি কর আবহে প্রকাশ্যে IMA-র সমীক্ষা
প্রতীকী ছবি
Published on

ভারতীয় চিকিৎসকদের ৩ জনের মধ্যে ১ জন চিকিৎসক নাইট ডিউটিতে থাকাকালীন নিরাপত্তার অভাববোধ করেন। এর মধ্যে মহিলা চিকিৎসকের সংখ্যাই অধিক। আইএমএ-র একটি সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে।

আরজি কর কাণ্ডের পর চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বাংলা সহ দেশজুড়ে বিভিন্ন চিকিৎসক সংগঠন কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ একাধিক দাবিতে সোচ্চার হয়েছে। এই আবহে একটি সমীক্ষা চালায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ। এই সমীক্ষায় প্রায় ৪ হাজার জন চিকিৎসক অংশ নিয়েছিলেন বলেই দাবি করা হয়েছে।

কেরালা স্টেট আইএমএ-র গবেষণা সেলের চেয়ারম্যান চিকিৎসক রাজীব জয়দেবনের নেতৃত্বে এই সমীক্ষা চালানো হয়। ২২টি রাজ্যের ৩৮৮৫জন চিকিৎসককে নাইট ডিউটি নিয়ে প্রশ্ন করা হয়। যার মধ্যে ৮৫ শতাংশের বয়স ৩৫ বছরের নীচে এবং ৬১ শতাংশ চিকিৎসক ইন্টার্ন অথবা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। মহিলা চিকিৎসকের অংশগ্রহণ ছিল ৬৩ শতাংশ।

চিকিৎসক রাজীব জয়দেবন জানান, গুগল ফর্মের মাধ্যমে সমীক্ষাটি চালানো হয়। ২৪ ঘন্টার মধ্যে ৩৮৮৫ জন চিকিৎসক এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। যার মধ্যে ৪৫ শতাংশ চিকিৎসক জানিয়েছেন, নাইট ডিউটির সময় কোনও বিশ্রাম করার ঘর নেই। এমনকি নাইট শিফটের সময় অনেকে নিজেদের নিরাপত্তার খাতিরে কাছে ধারালো অস্ত্র রাখেন।

সমীক্ষায় আরও জানা গেছে, ২৪.১ শতাংশ চিকিৎসক নিরাপত্তার অভাব বোধ করছেন এবং ১১.৪ শতাংশ চিকিৎসক অতিরিক্ত নিরাপত্তার অভাববোধ করছেন। এর মধ্যে মহিলা চিকিৎসকের সংখ্যাই বেশি ছিল। এমনকি এমন এক-তৃতীয়াংশ ডিউটি স্থানের সন্ধান পাওয়া গেছে সমীক্ষায় যেখানে অ্যাটাচড বাথরুমও নেই।

পাশাপাশি সমীক্ষায় জানা গেছে, এমন অনেক হাসপাতাল রয়েছে যেখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপরত্তা রক্ষী নেই, করিডোরগুলিতে অপর্যাপ্ত পরিমাণ আলো, সিসিটিভি ক্যামেরার অভাব রয়েছে। রোগীদের থাকার জায়গায় বহিরাগত ব্যক্তিদের অবাধে যাতায়াতে নিয়ন্ত্রণ নেই। এক চিকিৎসক জানান, তিনি সবসময় ব্যাগে করে ছুরি নিয়ে ডিউটিতে যান।

এই সমস্যাগুলি সমাধানের জন্য চিকিৎসা সংক্রান্ত একাধিক নীতির পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছে আইএমএ। চিকিৎসকরা যাতে নিরাপদে চিকিৎসা করতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই ভারত সরকারও চিকিৎসকদের সুরক্ষার্থে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in