Dengue-Malaria: গ্রামীণ এলাকায় ডেঙ্গি এবং ম্যালেরিয়া রুখতে বিশেষ অ্যাপ চালু পঞ্চায়েত দফতরের

People's Reporter: জানা যাচ্ছে, এই অ্যাপের মাধ্যমে নজর রাখা হবে মশাবাহিত রোগ নির্মূল করার দায়িত্বে থাকা কর্মীদের উপর।
ডেঙ্গি এবং ম্যালেরিয়া 
রুখতে অ্যাপ চালু করল পঞ্চায়েত দফতর
ডেঙ্গি এবং ম্যালেরিয়া রুখতে অ্যাপ চালু করল পঞ্চায়েত দফতর ফাইল ছবি
Published on

বৃষ্টি শুরু হতে না হতেই দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ। শহরের পাশাপাশি গ্রামেও বৃদ্ধি পেয়েছে এই রোগের প্রকোপ। এবার গ্রামীণ এলাকায় ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মোকাবিলা করতে পঞ্চায়েত দফতরের তরফে একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। 

জানা যাচ্ছে, এই অ্যাপের মাধ্যমে নজর রাখা হবে মশাবাহিত রোগ নির্মূল করার দায়িত্বে থাকা কর্মীদের উপর। পাশাপাশি, পঞ্চায়েত স্তরের কর্মীরা যে সব জায়গায় গিয়ে সমীক্ষা চালিয়েছেন, সেখান থেকেই তাঁদের ওই অ্যাপে যাবতীয় তথ্য আপলোড করতে বলা হয়েছে।

এই অ্যাপের বিষয়ে পঞ্চায়েত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আগে কেবলমাত্র শহর-শহরতলি এবং পুরসভা এলাকাগুলিতেই ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ দেখা যেত। কিন্তু গত কয়েক বছরে পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ লক্ষ করা যাচ্ছে।

পুরসভা এলাকাগুলিতে মশাবাহিত রোগের প্রকোপ দেখা দিলে এই সব রোগের মোকাবিলা তথা ডেঙ্গি ও মশার লার্ভা ধ্বংস করার কাজে সরাসরি হস্তক্ষেপ করে পুর ও নগরোন্নয়ন দফতর। কিন্তু পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দফতরের কাছে যেতে হয়। আর সেকারণেই এই অ্যাপ চালু করা হয়েছে।

জানা যাচ্ছে, আগাম অনুসন্ধান চালিয়ে মশার বংশবিস্তার রোধ করাই এই অ্যাপের উদ্দেশ্য। পাশাপাশি, পরবর্তীতে যদি মশার লার্ভার সন্ধান মেলে, তাহলে সেটাও আগে থেকে নির্মুল করা সম্ভব। এর ফলে ডেঙ্গি ও ম্যালেরিয়া অনেকটাই নির্মুল হবে বলে মনে করছে পঞ্চায়েত দফতর।

অন্যদিকে, ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মোকাবিলা করতে আগামী ৮ আগস্ট কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যের সব পুরসভাগুলির চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

ডেঙ্গি এবং ম্যালেরিয়া 
রুখতে অ্যাপ চালু করল পঞ্চায়েত দফতর
PM CARES for Children Scheme: পিএম কেয়ার্সে কোভিডে অনাথ হওয়া হাজার হাজার শিশুর আবেদন খারিজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in