দেশের স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে হবে। তার জন্য বিশেষ নজর দিতে হবে। এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি প্রশ্ন তুললেন ইউক্রেনে কেন সবাই ডাক্তারি পড়তে যায়? শনিবার কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের ব্যাখ্যা দিয়ে মোদি দাবি করেছেন, দেশের অপেক্ষাকৃত ছোট শহরগুলিতেও স্বাস্থ্য পরিকাঠামো কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে ভাবছে কেন্দ্র।
এদিন ‘ওয়ান ইন্ডিয়া, ওয়ান হেল্থ’- এর কথা উল্লেখ করে মোদির দাবি, গ্রামে গ্রামে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা হবে। আর সেই পরিষেবা দিতে যাতে বেসরকারি সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তার ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন। পড়ুয়ারা যাতে ইউক্রেনের মতো দেশে না যান, সেই ব্যবস্থা করার কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, নয়া প্রযুক্তি স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব ঘটাবে। সরকারের নজর শুধু স্বাস্থ্যে নয়, ভালো থাকার দিকেও রয়েছে।
ইউক্রেনে ভারতীয় মেডিক্যাল পড়ুয়া প্রসঙ্গে মোদি বলেন, আমাদের দেশের সন্তানেরা ছোট দেশে পড়াতে যাচ্ছে। ভাষার সমস্যা সত্ত্বেও তারা যাচ্ছে। আমাদের বেসরকারি সংস্থাগুলো বড় ভূমিকা নিতে পারে না? রাজ্যগুলো কি তাদের জন্য জমির ব্যবস্থা করতে পারে না?
জানা গিয়েছে, ইউক্রেনে যেসব ভারতীয়রা যান, তাদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়তেই যান। দেশে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস পড়ার তুলনায় প্রায় অর্ধেক খরচ হয় ইউক্রেনে। আসন সংখ্যা বেশি। পাশাপাশি, মেলে বিভিন্ন স্কলারশিপের সুবিধাও। বিভিন্ন রাজ্য থেকে প্রতি বছর হাজার-হাজার পড়ুয়া ডাক্তারি পড়তেই ইউক্রেনে যান। তবে সেদেশে রাশিয়ার হামলার পর বর্তমানে ইউক্রেনের পরিস্থিতি উদ্বেগের। এই পরিস্থিতিতে বেসরকারি সংস্থাগুলিকে এগিয়ে আসার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন