Delhi: প্রতি বছর অক্টোবরের শেষ রবিবার লাল আলোয় সেজে ওঠে রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট - কেন জানেন?

People's Reporter: অক্টোবর হল আন্তর্জাতিক ডিসলেক্সিয়া সচেতনতা মাস। তাই প্রতি বছর এই মাসের শেষ রবিবার দিল্লির একাধিক সরকারি ভবন সেজে ওঠে লাল আলোতে।
লাল আলোয় সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন এবং ইন্ডিয়া গেট
লাল আলোয় সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন এবং ইন্ডিয়া গেটছবি - সংগৃহীত
Published on

রবিবার সন্ধ্যের পর হঠাৎ করে লাল আলোয় সেজে উঠল ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন। এই একই আলো দেখা গেল সংসদ ভবন এবং দিল্লির অন্যান্য সরকারি ভবনেও। তবে দীপাবলির আগে এটা কোনও লাইট শো নয়। বরং লাল আলো জ্বালানো হয় ‘ডিসলেক্সিয়া’ রোগের সচেতনা বৃদ্ধির জন্য।

অক্টোবর হল আন্তর্জাতিক ডিসলেক্সিয়া সচেতনতা মাস। তাই প্রতি বছর এই মাসের শেষ রবিবার দিল্লির একাধিক সরকারি ভবন সেজে ওঠে লাল আলোতে। এই উদ্যোগ ৩৫ মিলিয়ন শিক্ষার্থী-সহ দেশের জনগণের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে।

ডিসলেক্সিয়া একটি স্নায়বিক অবস্থা যা মস্তিষ্কের কাজ ক্ষমতাকে প্রভাবিত করে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের পড়তে, লিখতে, সহজ অঙ্কের সমাধান করতে, বানান করতে এবং কখনও কখনও কথা বলতেও অসুবিধা হতে পারে। এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের বুদ্ধিমত্তা থাকে এবং তাঁরা সঠিক হস্তক্ষেপ ও সহায়তার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে।

ডিসলেক্সিয়া রোগ নিয়ে এখনও নানা ভ্রান্ত ধারণা রয়েছে মানুষের মধ্যে। তাই সচেতনতা বাড়ানোর জন্য রবিবার দিল্লির ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লকে লাল আলো জ্বালানো হয়েছিল। ডিসলেক্সিয়ার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এই ‘গো রেড’ প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

শুধু লাল আলো জ্বালানোই নয়। এই রোগ সম্পর্কে সচেতনা বৃদ্ধির জন্য রবিবার দিল্লির বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত একটি পদযাত্রাও হয়। চেঞ্জইঙ্ক ফাউন্ডেশন, ইউনেস্কো এমজিআইইপি, অর্কিডস ফাউন্ডেশন এবং সোচ ফাউন্ডেশন দ্বারা সহ-সংগঠিত এই পদযাত্রায় ৩০০ জনেরও বেশী মানুষ অংশগ্রহণ করেন।

‘অল ইন্ডিয়া রেডিয়ো নিউজ’ নামের এক্স হ্যান্ডেল থেকে এদিন লাল আলো সজ্জিত ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবনের ভিডিও পোস্ট করা হয়েছিল। ভিডিওটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

লাল আলোয় সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন এবং ইন্ডিয়া গেট
Amit Shah: আবেদন সত্ত্বেও আরজি করের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন না অমিত শাহ! তোপ সুজনের

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in