ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে হেলথ ড্রিংকস বিভাগ থেকে বোর্নভিটা সরানোর নির্দেশ জারি করল কেন্দ্র সরকার। কারণ এতে অত্যধিক মাত্রার চিনি রয়েছে। এদিন বাণিজ্য ও শিল্প মন্ত্রক এমনই নির্দেশিকা জারি করল।
১০ এপ্রিল বাণিজ্য ও শিল্প মন্ত্রকের জারি করা ওই বিজ্ঞপ্তিকে বলা হয়েছে, ২০০৫ সালের কমিশন অফ প্রটেকশন অফ চাইল্ড রাইটস (সিপিসিআর) অ্যাক্টের তিন নম্বর ধারায় সংবিধিবদ্ধ সংস্থা শিশু অধিকার রক্ষাকারী জাতীয় কমিশন (এনসিপিসিআর) গঠিত হয়। এই সংস্থা সিপিসিআর-এর ধারা ১৪ এর অধীনে একটি তদন্ত করে। সেই তদন্তে জানা যায়, ২০০৬ সালে গঠিত FSS অ্যাক্টে 'স্বাস্থ্য পানীয়'-এর কোনও সংজ্ঞা নেই।”
এনসিপিসিআর একটি দল এই বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করে জানতে পারে বোর্নভিটাতে অতিরিক্ত পরিমাণে চিনি রয়েছে। এনসিপিসিআর-এর রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র এই নির্দেশিকা জারি করেছে।
এর আগেও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)-কে বোর্নভিটার মতো সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল এনসিপিসিআর, যারা নিজেদের ‘হেলথ ড্রিঙ্ক’ বলে দাবি করে, কিন্তু এগুলি তৈরির ক্ষেত্রে নির্দেশিকা, সুরক্ষাবিধি মানে না।
চলতি মাসের শুরুতে এফএসএসআই সমস্ত অনলাইন বিপণন সংস্থাকে নির্দেশ দিয়েছিল, তারা যে সব পণ্য বিক্রি করছে, সে সবের যেন সঠিক শ্রেণিকরণ করা হয়। দুধজাত বা শস্যজাত পানীয়কে ‘হেলথ ড্রিঙ্ক’ বলে চালানো যাবে না।
বোর্নভিটার 'অস্বাস্থ্যকর' উপাদান নিয়ে সম্প্রতি আঙুল তোলেন এক ইউটিউবার। তিনি নিজের ভিডিওতে এর পাউডার সাপ্লিমেন্টের নিন্দা করেন এবং জানান এতে অতিরিক্ত চিনি, কোকো সলিডস এবং ক্ষতিকারক রঙ রয়েছে। যা ক্যান্সার সহ শিশুদের গুরুতর স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন