বিশ্বজুড়ে ফের বাড়ছে কোভিড। নয়া ভেরিয়েন্ট জেএন ১ –এর সন্ধান মিলেছে ভারতের কেরালাতেও। সামনেই উৎসবের মরশুম, আর এই আবহে আরও সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তাই দেশের সমস্ত রাজ্যগুলিকে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য শিবির।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পান্থ দেশের সমস্ত রাজ্যগুলিকে কোভিড নিয়ে সতর্ক করে কড়া নজরদারির বার্তা দিলেন। প্রতিদিনের মনিটারিং ফিরিয়ে আনতে বলা হয়েছে। পাশাপাশি, কোভিড পরীক্ষার উপর জোর দিতে বলা হয়েছে। জ্বর-সর্দিকাশীর লক্ষণ দেখলেই আরটি পিসিআর পরীক্ষা করতে হবে। পজেটিভ হলে, সেগুলি জিনোম সিকোয়েন্সের জন্য পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, কেরালার তিরবন্তপুরমে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট জেএন ১ –এর হদিশ মিলেছে। ৭৯ বছর এক মহিলার শরীরে পাওয়া গেছে এই নয়া ভ্যারিয়েন্ট। এর আগে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে সিঙ্গাপুর গিয়েছিলেন এক মহিলা। তাঁর শরীরেও ধরা পড়েছিল করোনা ভাইরাসের জেএন.১ উপপ্রজাতি। সোমবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১ হাজার ৯৭০ টি, যার মধ্যে কেরালাতেই রয়েছে ১ হাজার ৭৪৯ জন।
এই পরিস্থিতিতে কেন্দ্র সোমবার নির্দেশিকা জারি করে জানায়, সামনেই উৎসবের মরশুম। আর এই উৎসবের মরশুমের কথা মাথায় রেখে জনস্বাস্থ্যের দিকটি নজর রাখা উচিত। রোগ যাতে না ছড়ায়, সে বিষয়ে পদক্ষেপ করতে হবে।
উল্লেখ্য, জেএন ১ হল বিএ ২.৮৬ ওমিক্রন ভেরিয়েন্টের একটি প্রজাতি। এটি প্রথমে গত আগস্ট মাসে লুক্সেমবার্গে সনাক্ত করা হয়েছিল। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশেও মিলেছে এই প্রজাতি। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে এটি করোনা ভাইরাসের বিএ.২.৮৬ ওমিক্রন প্রজাতির একটি উপপ্রজাতি, যা গত জুলাই মাসে ডেনমার্কে প্রথম শনাক্ত করা হয়েছিল। তবে এতে একটি অতিরিক্ত স্পাইক মিউটেশন রয়েছে - L455S মিউটেশন, যার ইমিউন-এভিশন বৈশিষ্ট্য রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু নতুন এই প্রজাতির উপর নজরদারি রাখতে বলেছে বিশ্বে সমস্ত দেশগুলিকে। কারণ সামনেই খ্রিস্টমাস, নতুন বছর সহ একাধিক উৎসব রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন