Patanjali: আদালতের নির্দেশ লঙ্ঘন - মিথ্যা বিজ্ঞাপন মামলায় পতঞ্জলি কর্তা বালকৃষ্ণকে অবমাননার নোটিশ

People's Reporter: গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টে বিচারপতি হিমা কোহলির নেতৃত্বাধীন এক বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পতঞ্জলিকে কোনও বিভ্রান্তিকর বিজ্ঞাপন বা বিবৃতি জারি না করতে বলেছিল।
রামদেব ও বালকৃষ্ণ
রামদেব ও বালকৃষ্ণফাইল ছবি - ল বিটের সৌজন্যে
Published on

ক্রমাগত বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশের জন্য মঙ্গলবার সুপ্রিম কোর্ট পতঞ্জলি আয়ুর্বেদের ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণর উদ্দেশ্যে অবমাননার নোটিশ জারি করেছে। আগামী ১৯ মার্চ এই বিষয়ে পরবর্তী শুনানি হবে।

এর আগে গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টে বিচারপতি হিমা কোহলির নেতৃত্বাধীন এক বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পতঞ্জলিকে কোনও বিভ্রান্তিকর বিজ্ঞাপন বা বিবৃতি জারি না করতে বলেছিল। যদিও শীর্ষ আদালতের সেই নির্দেশ লঙ্ঘন করে বিজ্ঞাপন দিয়েছে পতঞ্জলি।

বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চটি পতঞ্জলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দায়ের করা আবেদনের শুনানি করছিলেন।

পতঞ্জলি এর আগে শীর্ষ আদালতকে আশ্বাস দিয়েছিল যে সংস্থা তাদের পণ্যের ওষুধের কার্যকারিতা দাবি করে বা আইন লঙ্ঘন করে বিজ্ঞাপন বা ব্র্যান্ড করার মতো কোনও বিবৃতি দেবে না। পতঞ্জলি আরও অঙ্গীকার করেছে যে সংস্থা কোনও ওষুধের ব্যবস্থার বিরুদ্ধে কোনও বিবৃতি সংবাদমাধ্যমে প্রকাশ করবে না।

কোভিড-১৯ এর অ্যালোপ্যাথিক চিকিত্সার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য বিভিন্ন রাজ্যে যোগ গুরু এবং পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেবের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল। এক ভিডিওতে, রামদেব বলেছিলেন: কোভিডের সময় “মেডিকেল অক্সিজেনের অভাবে বা বেড-এর অভাবের চেয়ে অ্যালোপ্যাথিক ওষুধের কারণে বেশি লোক মারা গেছে।”

তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছ থেকে একটি কড়া প্রতিক্রিয়া সহ চিঠি পাওয়ার পরের দিন তিনি তার মন্তব্য প্রত্যাহার করেন। কেন্দ্রীয় মন্ত্রী রামদেবের মন্তব্যকে "অনুপযুক্ত" বলে অভিহিত করেছিলেন।

রামদেব ও বালকৃষ্ণ
Ramdev: ‘সরকার চোখ বন্ধ করে আছে’, পতঞ্জলির ‘মিথ্যা’ বিজ্ঞাপন মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
রামদেব ও বালকৃষ্ণ
সঙ্ঘের সমালোচক ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপককে বিমানবন্দর থেকেই ফেরানোর অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in