সাধারন মানুষের স্বস্তি। বৃহস্পতিবার রাজ্যে এল কোভিশিল্ডের প্রায় সাড়ে সাত লক্ষ ভ্যাকসিন। এর ফলে আবারও রাজ্য জুড়ে শুরু হবে টিকাদান পর্ব। এতদিন রাজ্যের হাতে ভ্যাকসিনের অভাব থাকায় কিছুটা ধীর গতিতে চলছিল ভ্যাকসিন দেওয়ার কাজ। রাজ্যে ফের এসে পৌঁছল কোভিশিল্ড ভ্যাকসিন।
এদিন বিকালের বিমানে পুনে সিরাম ইনস্টিটিউট থেকে কলকাতা বিমানবন্দরে ৭ লক্ষ ২৯ হাজার ৪৭০ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন এসে পৌঁছায়। সেই ভ্যাকসিন সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হয়।
পাশাপাশি কোভিড টিকার নেওয়ার জন্য সাধারন মানুষের ভিড় ক্রমশ কমছে বলে জানান কলকাতা পুরসভায় মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তাই আবারও সকালে প্রথম ডোজ ও বিকেলে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে পুরো বিষয়টি চিন্তা ভাবনার স্তরে আছে। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেই আগামীদিনে সময়ের বদল ঘটানো হতে পারে।
সেই সঙ্গে তিনি জানিয়েছেন দুয়ারে দুয়ারে ভ্যাকসিন সেটা শুরু হবে, যারা আবেদন করছেন তার ওপরে ভিত্তি করেই দুয়ারে দুয়ারে ভ্যাকসিন দেওয়া হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন