Kerala: স্বার্থান্বেষী মহল কেরালায় কোভিড সংক্রমণের গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে - বীণা জর্জ

People's Reporter: এদিন বীণা জর্জ বলেন, কিছু স্বার্থান্বেষী মহল রাজ্যে কোভিড বৃদ্ধির গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। প্রশাসন এই বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং সবকিছু ঠিক আছে।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জফাইল ছবি, বীণা জর্জ-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

কেরালায় কোভিড ছড়িয়ে পড়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। সোমবার রাজ্যে কোভিড ছড়িয়ে পড়ার খবরকে "কিছু স্বার্থান্বেষী" রাজ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বলে তিনি উড়িয়ে দিয়েছেন।

এদিন বীণা জর্জ বলেন, কিছু স্বার্থান্বেষী মহল রাজ্যে কোভিড বৃদ্ধির গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। প্রশাসন এই বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং সবকিছু ঠিক আছে। নভেম্বরের পর থেকে, নমুনাগুলিকে দ্রুত পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।"

কেরালার বাম সরকারের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "গত মাসে যে নমুনাগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, তার মধ্যে থিরুবনন্তপুরম থেকে পরীক্ষা করা ৭৯ বছর বয়সী এক ব্যক্তির একটি নমুনায় জেএন ১ ভেরিয়েন্ট পজিটিভ পাওয়া গেছে। তিনি হোম আইসোলেশনে ছিলেন এবং সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি ভালো আছেন।"

তিনি আরও বলেন, " গত মাসে সিঙ্গাপুর শনাক্ত করেছে যে ভারত থেকে আগত ১৫ জনের শরীরে JN১ পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ এই রূপটি অন্যান্য রাজ্যেও উপস্থিত। কিন্তু কেরালায়, আমাদের বিধিনিষেধের কারণে, আমরা এই ভ্যারিয়েন্ট শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের সমস্ত সিস্টেম ঠিক আছে এবং ১৩ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য জুড়ে ১,১৯২টি হাসপাতালে একটি মক ড্রিল করা হয়েছে। এই মুহূর্তে আমরা ১,৯৫৭টি শয্যা, ২,৪৫৪টি আইসিইউ শয্যা এবং ৯৩৭টি ভেন্টিলেটর শয্যা রেখেছি। তাই চিন্তার কিছু নেই।"

যদিও কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা পিনারাই বিজয়ন সরকারকে রাজ্যব্যাপী যাত্রায় ব্যস্ত থাকার জন্য এবং কিছুই না করার জন্য কড়া সমালোচনা করেছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, দেশে মোট ১,৮২৮ টি পজিটিভ ঘটনার মধ্যে ১,৬৩৪টিই কেরলের।

রবিবার, দেশের মোট ১২২ টি নতুন সংক্রমণের মধ্যে ১১১ টিই কেরালার বলে জানাঙ্গেছে। এছাড়াও রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ
Smriti Irani: ‘ঋতুচক্র কোনও প্রতিবন্ধকতা নয়’, ঋতুস্রাবকালীন ছুটির প্রসঙ্গে মন্তব্য স্মৃতি ইরানির
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ
দেশে প্রতি ৮৩৪ নাগরিক পিছু ১ জন চিকিৎসক, ৪৭৬ নাগরিক পিছু ১ জন নার্স: রাজ্যসভায় জানালেন মন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in