NEET 2024: 'পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলাম', জেরায় স্বীকার ধৃত পরীক্ষার্থীর

People's Reporter: অমিত আনন্দ জানান, পরীক্ষার একদিন আগেই প্রশ্ন ফাঁস হয়েছিল। এই প্রশ্নপত্রের বদলে পরীক্ষার্থী পিছু ৩০-৩২ লক্ষ টাকা নেওয়া হয়েছিল।
NEET 2024: 'পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলাম', জেরায় স্বীকার ধৃত পরীক্ষার্থীর
ছবি - প্রতীকী
Published on

পরীক্ষার আগের দিনই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল! জেরার মুখে স্বীকার করলেন ধৃত পরীক্ষার্থী অনুরাগ যাদব। এমনকি অন্য ধৃতদের কাছ থেকেও নিটের দুর্নীতি সংক্রান্ত তথ্য পেয়েছে তদন্তকারী দল।

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট (স্নাতক)-র তদন্ত যত এগোচ্ছে তত নতুন নতুন তথ্য সামনে আসছে। ধৃত অমিত আনন্দ, নীতিশ কুমার, অনুরাগ ঠাকুর এবং সিকন্দর যাদভেন্দু এই চারজনকে দফায় দফায় জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা। এর মধ্যে অনুরাগ ঠাকুর নিট পরীক্ষার্থী। সিকান্দার যাদভেন্দু দানাপুর পৌরসভার একজন জুনিয়র ইঞ্জিনিয়ার।

জেরায় অমিত আনন্দ জানান, 'পরীক্ষার একদিন আগেই প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছিল। এই প্রশ্নপত্রের বদলে পরীক্ষার্থী পিছু ৩০-৩২ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। সিকন্দর পরীক্ষার আগের দিন ৪ জন পরীক্ষার্থীকে নিয়ে আসেন। ওই পরীক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর মুখস্ত করানো হয়।"

ধৃত অনুরাগ ঠাকুর বলেন, "আমাকে প্রথমে প্রশ্নের উত্তর মুখস্থ করানো হয়। আমিও সেই সমস্ত প্রশ্নের উত্তর মুখস্থ করি। পরীক্ষার দিন দেখি একই প্রশ্ন পরীক্ষায় এসেছে। আমিও সঠিকভাবেই সবগুলো লিখে এসেছি। পরীক্ষার পরই পুলিশ এসে আমাকে গ্রেফতার করে এবং আমি আমার অপরাধ স্বীকার করে নিই।"

নিটে দুর্নীতির কথা স্বীকার করেছেন সিকন্দর যাদভেন্দুও। তিনি তদন্তকারী অফিসারদের জানান, "নীতিশ কুমার এবং অমিত আনন্দ আমাকে জানিয়েছিলেন নিট পরীক্ষার প্রশ্ন তাঁরা ফাঁস করতে পারবেন। কিন্তু পরীক্ষার্থী পিছু ৩০-৩২ লক্ষ টাকা দিতে হবে তাঁদের। আমি ৪ জন পরীক্ষার্থীকে তাঁদের সাথে দেখা করাই এবং লোভের কারণে ৩০ লক্ষের বদলে পরীক্ষার্থীদের বলি ৪০ লক্ষ টাকা দিতে হবে।"

প্রসঙ্গত, গত ৪ জুন নিটের ফল প্রকাশ হয়। তাতে দেখা যায় ৬৭ জন পরীক্ষার্থী ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই অর্জন করেছে। আবার এমন অনেক পরীক্ষার্থী রয়েছে যারা ৭১৭, ৭১৮ নম্বর পেয়েছে। কিন্তু নেগেটিভ মার্কিং দিলে ৭১৭ বা ৭১৮ নম্বর কোনোভাবেই একজন পরীক্ষার্থী পেতে পারে না। এনটিএ জানিয়েছিল ওই প্রার্থীদের গ্রেস মার্কস দেওয়া হয়েছে। তারপরই দুর্নীতির অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের হয়। গ্রেস মার্কস পাওয়া সকল পরীক্ষার্থীর নম্বর বাতিল করা হয়। তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা হবে ২৩ জুন এবং ফলপ্রকাশ হবে ৩০ জুন।

NEET 2024: 'পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলাম', জেরায় স্বীকার ধৃত পরীক্ষার্থীর
NET: ‘মোদী সরকার আসলে প্রশ্নফাঁসের সরকার’ - নিটের পর নেট দুর্নীতি নিয়ে কেন্দ্রকে আক্রমণে বিরোধীরা
NEET 2024: 'পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলাম', জেরায় স্বীকার ধৃত পরীক্ষার্থীর
NEET 2024: 'প্রতারণা করে চিকিৎসক হওয়া সমাজের জন্য ক্ষতিকর' - নিট মামলায় 'সুপ্রিম' ভর্ৎসনার মুখে NTA
NEET 2024: 'পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলাম', জেরায় স্বীকার ধৃত পরীক্ষার্থীর
Kerala: NCERT-র পাঠ্যপুস্তক থেকে বাদ যাওয়া বাবরি মসজিদ অংশ পড়ানো হবে কেরালায়, জানালেন শিক্ষামন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in