ফের ঊর্দ্ধমুখী করোনার গ্রাফ। দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১,৮৮০ জন।
সরকারি হিসেব অনুযায়ী, দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৯,৪৮২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। এর মধ্যে কেরলে অনথিভুক্ত মৃতের সংখ্যা ২১টি। ছত্তিশগড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়া পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রে মারা গেছেন ৬ জন করে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্র অনুযায়ী, গত এক সপ্তাহ ধরেই দেশ জুড়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০,০০০ এর কাছাকাছি। বৃহস্পতিবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১,৫৬৬। শুক্রবার এই সংখ্যা আরও দীর্ঘ হওয়ায় কার্যত চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। সাধারণভাবেই প্রশ্ন উঠছে, তবে কি চতুর্থ ঢেউ কড়া নাড়ছে দুয়ারে? তবে কি ওমিক্রনের নতুন উপরূপ বিএ ২.৭৫ থাবা বসানো শুরু করে দিয়েছে?
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই পর্যায়ে দেশের মধ্যে মোট ৪টি রাজ্য দৈনিক সংক্রমণের মধ্যে সবার প্রথমে আছে। এদের মধ্যে সবার আগে আছে কেরল। যেখানে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৬২ জন। এর পরেই নাম রয়েছে পশ্চিমবঙ্গের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ২৪৮৬ জন। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। যেখানে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২৮৯ জন। এরপরই আছে তামিলনাড়ু। দৈনিক আক্রান্তের সংখ্যা ২০৯৩ জন। পঞ্চম স্থানে আছে ওড়িশা। গত ২৪ ঘণ্টায় এখানে আক্রান্ত হয়েছেন ১১৯৬ জন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন