Uttar Pradesh: এইচআইভি আক্রান্ত বন্দির সংখ্যা বেড়ে হল ৬৩! উদ্বেগে লখনউ জেল কর্তৃপক্ষ

People's Reporter: নতুন করে ৩৬ জন বন্দি এইচ আই ভি পজিটিভ হয়েছে বলেই জানা যাচ্ছে। ফলে এইচ আই ভি রোগীর সংখ্যা বেড়ে হলো ৬৩।
লখনউ জেলে বাড়ছে এইচ আই ভি আক্রান্তের সংখ্যা
লখনউ জেলে বাড়ছে এইচ আই ভি আক্রান্তের সংখ্যাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

লাফিয়ে লাফিয়ে বাড়ছে লখনউ জেলা সংশোধনাগারে এইচ আই ভি আক্রান্ত বন্দির সংখ্যা। নতুন করে ৩৬ জন বন্দি এইচ আই ভি পজিটিভ হয়েছে বলেই জানা যাচ্ছে। ফলে এইচ আই ভি রোগীর সংখ্যা বেড়ে হলো ৬৩।

উত্তরপ্রদেশের লখনউ জেলা সংশোধনাগারে এইচ আই ভি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো আতঙ্কে রয়েছে অন্যান্য বন্দিরাও। গত বছর ডিসেম্বর মাসে সকল বন্দির নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট আসতেই কার্যত ঘুম উড়েছে জেল কর্তৃপক্ষের। ওই রিপোর্টে ৩৬ জন বন্দির এইচ আই ভি পজিটিভ আসে। তার আগে আক্রান্ত হয়েছিল ২৭ জন। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে নারাজ জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, সকল এইচ আই ভি আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছে। জেল কর্তৃপক্ষ তাদের নজর রাখছে।

প্রশাসনের দাবি, আক্রান্তদের বেশিরভাগই অতীতে মাদকাশক্ত ছিল। অনুমান করা হচ্ছে, কারাগারের বাইরে একাধিকবার অব্যবহারযোগ্য সিরিঞ্জ ব্যবহারের কারণে এইচ আই ভি আক্রান্ত হয়ে পড়েছে। সংশোধনাগারে ঢোকার পর কেউ আক্রান্ত হয়নি।

আর যাতে কেউ আক্রান্ত না হয় সেদিকে কড়া নজর রাখছে জেল কর্তৃপক্ষ। তবে গত ৫ বছরে এইচ আই ভি আক্রান্ত হয়ে কারুর মৃত্যু হয়নি। তৎপরতার সাথেই জেল কর্তৃপক্ষ কাজ করছে বলেই জানা গেছে।

লখনউয়ের সিএমও মনোজ আগরওয়াল এই প্রসঙ্গে বলেন, লখনউ জেলা কারাগারে এইচআইভি আক্রান্তদের নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কীভাবে এই সংক্রমণ প্রতিহত করা যায় তারই চেষ্টা চালানো হচ্ছে।

উত্তরপ্রদেশ এইডস কন্ট্রোল সোসাইটির যুগ্ম পরিচালক জানান, সকল এইডস আক্রান্তদের চিকিৎসা চলছে। প্রয়োজনীয় সমস্ত ওষুধ যথাযময়েই প্রদান করা হচ্ছে।

লখনউ জেলে বাড়ছে এইচ আই ভি আক্রান্তের সংখ্যা
Left-Congress Alliance: পঞ্চমবারের জন্য বারাসাত বার অ্যাসোসিয়েশনে জয়ী বাম-কংগ্রেস জোট
লখনউ জেলে বাড়ছে এইচ আই ভি আক্রান্তের সংখ্যা
Jharkhand: হেমন্ত সোরেন গ্রেফতারি মামলায় চারদিনের মধ্যে ইডির কাছে জবাব চাইল ঝাড়খন্ড হাইকোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in