রাতে ছিলেন না কোনো চিকিৎসক, গুয়াহাটি মেডিক্যাল কলেজে ১২ কোভিড রোগীর মৃত্যু

কলেজের সুপার ডা. অভিজিৎ শর্মা জানিয়েছেন, ১২ জনের মধ্যে ন’জন রোগী আইসিইউ-তে ভর্তি ছিলেন। বাকিরা সাধারণ ওয়ার্ডে ছিলেন। সবারই অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নীচে ছিল।
রাতে ছিলেন না কোনো চিকিৎসক, গুয়াহাটি মেডিক্যাল কলেজে ১২ কোভিড রোগীর মৃত্যু
ফাইল চিত্র- সংগৃহীত
Published on

চিকিৎসক না থাকায় বেঘোরে প্রাণ হারালেন ১২ জন কোভিড রোগী। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললেন রোগীর পরিবারের সদস্যরা। ঘটনাস্থল অসমের গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। রোগীদের পরিবারের অভিযোগ, রাতে হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না।

যদিও কলেজের সুপার ডা. অভিজিৎ শর্মা জানিয়েছেন, ১২ জনের মধ্যে ন’জন রোগী আইসিইউ-তে ভর্তি ছিলেন। বাকিরা সাধারণ ওয়ার্ডে ছিলেন। সবারই অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নীচে ছিল। আইসিইউয়ের রোগীদের অন্য শারীরিক সমস্যাও ছিল। আশঙ্কাজনক শারীরিক অবস্থা নিয়েই সবাই হাসপাতালে আসেন। অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরেও বিশেষ উন্নতি হয়নি। তাছাড়া, মৃতদের কেউই টিকা নেননি।

এই ঘটনার পরে অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহান্ত মেডিক্যাল কলেজে গিয়ে চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেও রোগীদের পরিবারের অভিযোগ নিয়ে মুখ খোলেননি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in