Head and Neck Cancer: ভারতে মাথা ও ঘাড়ের ক্যানসারের ঝুঁকি ৩৫% বাড়িয়ে দেয় তামাক ও অ্যালকোহল - রিপোর্ট

People's Reporter: ডাক্তার আশিস গুপ্ত জানিয়েছেন, “পশ্চিমী দেশগুলির তুলনায়, ভারতে সমস্ত ক্যান্সারের ২৭.৫ শতাংশের জন্য HNC দায়ী৷ এই ক্যান্সারগুলি আমাদের পুরুষ জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি।“
ভারতে মাথা ও ঘাড়ের ক্যানসারের জন্য দায়ী তামাক ও অ্যালকোহল, দাবি চিকিৎসকদের
ভারতে মাথা ও ঘাড়ের ক্যানসারের জন্য দায়ী তামাক ও অ্যালকোহল, দাবি চিকিৎসকদেরপ্রতীকী ছবি
Published on

ভারতে ক্রমশ বাড়ছে মাথা ও ঘাড়ের ক্যানসার। যার কারণ হিসাবে তামাক এবং অ্যালকোহলকেই দায়ী করছেন চিকিৎসক মহল। বিশেষজ্ঞদের মতে, তামাক এবং অ্যালকোহলের অতিরিক্ত ব্যবহার এই ক্যানসারের ঝুঁকি ৩৫ শতাংশ বাড়িয়ে তুলছে।

এইচএনসি অর্থাৎ মাথা ও ঘাড়ের ক্যানসার (Head and Neck Cancer - HNC) সাধারণত জিহ্বা, মুখ, গলবিলের অন্যান্য অংশ যেমন oropharynx, nasopharynx, hypopharynx, লালা গ্রন্থি, অনুনাসিক গহ্বর, স্বরযন্ত্র (ভয়েস বক্স) ইত্যাদির মত শারীরবৃত্তীয় অংশে গঠিত হয়। বিশেষজ্ঞরা পরিবর্তনশীল জীবনধারা, তামাক ও অ্যালকোহলের আসক্তিকে এর জন্য দায়ী করেছেন। 

রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের হেড অ্যান্ড নেক অনকোলজি বিভাগের প্রধান, চিকিৎসক মুদিত আগরওয়াল আইএএনএস-কে জানিয়েছেন, “ভারতকে বিশ্বের মাথা ও ঘাড়ের ক্যানসারের  রাজধানী হিসাবে বিবেচনা করা হয়। মাথা ও ঘাড়ের ক্যান্সার (HNC) ভারতে নতুন নির্ণয় করা সমস্ত ক্যানসারের ক্ষেত্রে প্রায় ১৭ শতাংশের জন্য দায়ী যার মধ্যে পুরুষদের মধ্যে মুখের ক্যানসার ভারতে সবচেয়ে বেশি দেখা যায়। মানুষের জীবনধারা, বিশেষ করে উত্তর অঞ্চলে, যেখানে ধূমপান বা তামাকের ব্যবহার বেশি।“

এই বিষয়ে ইউনিক হসপিটাল ক্যান্সার সেন্টারের অনকোলজি বিভাগের মুখ্য চিকিৎসক এবং 'ক্যান্সার মুক্ত ভারত' প্রচারের প্রধান আশিস গুপ্ত আইএএনএস-কে জানিয়েছেন, “পশ্চিমী দেশগুলির তুলনায় (৪ শতাংশের প্রকোপ সহ), ভারতে সমস্ত ক্যান্সারের ২৭.৫ শতাংশের জন্য HNC দায়ী৷ এই ক্যান্সারগুলি আমাদের পুরুষ জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি। মহিলারা এই ক্যানসারের ক্ষেত্রে চতুর্থ স্থানে আছে।“

আশিস গুপ্ত আরও জানান, “তামাক, অ্যালকোহল, অ্যারিকা বাদাম (পান মসলা), এবং খাদ্যতালিকাগত অপুষ্টি হল সাধারণ ইটিওলজিকাল কারণ, যা গুরুত্বপূর্ণ নিম্নধারার সামাজিক নির্ধারক। তামাক এবং অ্যালকোহল উভয়ের অতিরিক্ত ব্যবহারকারীদের মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি ৩৫ গুণ বেশি।“

ভারতে ৬০ থেকে ৭০ শতাংশ রোগী একটি শেষ পর্যায়ে চিকিৎসার জন্য আসে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

ভারতে মাথা ও ঘাড়ের ক্যানসারের জন্য দায়ী তামাক ও অ্যালকোহল, দাবি চিকিৎসকদের
Fake Medicine: ১০০ টাকার অ্যান্টি ফাঙ্গাল ওষুধ ক্যানসার প্রতিরোধক বলে বিক্রি! জাল ওষুধের কারবার ফাঁস
ভারতে মাথা ও ঘাড়ের ক্যানসারের জন্য দায়ী তামাক ও অ্যালকোহল, দাবি চিকিৎসকদের
Cotton Candy: হাওয়াই মিঠাইয়ে ক্যানসারের ঝুঁকি! ভারতের বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ কটন ক্যান্ডি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in