আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শিশুমৃত্যুর হার বেশি সেকথা সংসদে কার্যত স্বীকার করে নিলো কেন্দ্রীয় সরকার। যদিও সংসদে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত সচেতনতার অভাব, চিকিৎসা কেন্দ্রে গিয়ে সুযোগ সুবিধা নেওয়ার প্রতি অনীহা, নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি, ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শিশু মৃত্যুর হার (Infant Mortality Rate) বেশি।
আদিবাসীদের মধ্যে উচ্চ শিশু মৃত্যুর হার, রক্তাল্পতায় আক্রান্ত মহিলাদের সংখ্যা বেশি হওয়ার কারণ শুধু শিক্ষার অভাব কিংবা চিকিৎসা কেন্দ্রের অপ্রতুলতা নাও হতে পারে। ভৌগোলিক বিচ্ছিন্নতা, স্বতন্ত্র সংস্কৃতির কারণেও হতে পারে। আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু লোকসভায় একটি প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন - এই সমস্যার সমাধানের জন্য সরকার সারাদেশে ট্রাইবাল সাব-প্ল্যান (TSP), শিডিউল ট্রাইব কম্পোনেন্ট (STC), ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যান ফর ডেভেলপমেন্ট অব এসটি (DAPSTs) বাস্তবায়ন করতে উদ্যোগী হয়েছে। এছাড়া, আদিবাসী বিষয়ক মন্ত্রক সহ ৪০টি কেন্দ্রীয় মন্ত্রককের প্রকল্পের মোট বরাদ্দের একটা নির্দিষ্ট শতাংশ টাকা প্রতি বছর ট্রাইবাল সাব-প্ল্যান (TSP) তহবিল দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের তফসিলি উপজাতিদের (এসটি) শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেচ, রাস্তা, আবাসন, পানীয় জল, বিদ্যুতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্যই এই ট্রাইবাল সাব-প্ল্যান (TSP)।
২০১১ এর জনগননা অনুযায়ী, রাজ্য সরকারগুলিকেও তাঁদের মোট বাজেটের একটি অংশ এই ট্রাইবাল সাব-প্ল্যান (TSP) এর জন্য নির্দিষ্ট করতে বলা হয়েছে। রাজ্যগুলির উদ্যোগের পাশাপাশি উপজাতি বিষয়ক মন্ত্রক ট্রাইবাল সাব-প্ল্যান (TSP) এর অধীনে আরও ১৪ টি সামাজিক প্রকল্প যোগ করেছে বলে জানিয়েছেন মন্ত্রী বিশ্বেশ্বর টুডু।
- With IANS inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন