Nobel Prize 2024: জিন নিয়ন্ত্রণে গবেষণা করে চিকিৎসাবিজ্ঞানে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর

People's Reporter: মাইক্রো আরএনএর উদ্ভাবন এবং জিন নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে গবেষণা করেছেন দুই মার্কিন বিজ্ঞানী।
মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুন
মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুনছবি - নোবেল পুরস্কারের এক্স হ্যান্ডেল
Published on

শুরু হল ২০২৪ সালের নোবেল পুরস্কারের ঘোষণা। এবার চিকিৎসাবিজ্ঞানে এবং শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুন। মাইক্রো আরএনএ-র উদ্ভাবন এবং জিন নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে গবেষণা করেছেন দুই মার্কিন বিজ্ঞানী।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে সোমবার এই দুই নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। কমিটির তরফ থেকে জানানো হয়েছে, সি এলেগানস নামে ১ মিলিমিটার লম্বা একটি কীট নিয়ে গবেষণা করেছেন এই দুই বিজ্ঞানী। এর ফলে সি এলেগানস নামক কীটের দেহে এমআরএনএ রূপান্তরের বিষয়ে জানা গিয়েছে। দুই বিজ্ঞানী জানিয়েছেন, ১ মিলিমিটার লম্বা এই জীবে আরএনএ রূপান্তরের ফলে ডিএনএ-র মধ্যে জিনগত প্রোটিন তৈরি হয়ে থাকে।

নোবেলজয়ীরা পুরস্কার হিসাবে পাবেন একটি স্বর্ণ মেডেল এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা, ভারতীয় মুদ্রায় যা ৮ কোটি ৯১ লক্ষ টাকা। দুই নোবেলজয়ীর মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রাথমিক ভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য ক্ষেত্রে দেওয়া হত নোবেল। পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে অর্থনীতি ক্ষেত্রেও নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়।   

গত বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছিলেন কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যান। কোভিডের বিরুদ্ধে মানবদেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভ্যাকসিন তৈরি করেছিলেন এই দুই মার্কিন বিজ্ঞানী। তাঁদের গবেষণার মূল বিষয় ছিল, এমআরএনএ কীভাবে প্রতিরোধ ক্ষমতার সঙ্গে বিক্রিয়া করে। এর ফলে দ্রুত কোভিডের ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হয়।

আগামী ১০ ডিসেম্বর স্টকহোম সিটি হলে নোবেল বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। উল্লেখ্য, ওই দিনই আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। প্রতিবছর তাঁর মৃত্যু বার্ষিকীতেই পুরস্কার বিরতণী অনুষ্ঠান আয়োজিত হয়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in