রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার তিনি বলেন, রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধে নতুন স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছে। দোষীদের ফাঁসিরও দাবি জানিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন নয়। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সি ভি আনন্দ বোসের সাথে রাজ্যের শিক্ষা দফতরের দ্বিমত একাধিকবার প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি আরও একাধিক বিষয়ে মতভেদ সামনে এসেছে। তবে এবার বিষয়টি ভিন্ন। শুক্রবার ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-র ১১তম সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন, 'রাজ্যে জীবনদায়ী ওষুধ নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারবার বৃদ্ধি পেয়েছে। আপনার চারিদিকে কোটি কোটি টাকার ওষুধ জালিয়াতি হচ্ছে আর আপনি বুঝতেও পারছেন না'।
তিনি আরও বলেন, 'আমার কাছে ইমেইল করে বিষয়টি জানানো হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংগ্রহ করে নতুন প্যাকেটে ভরে নতুন লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে। কলকাতায় এই ব্যবসা রমরমিয়ে চলছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে অপরাধীদের ফাঁসি দেওয়া উচিত।' পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি।
চিকিৎসক মহলের দাবি, রাজ্যপাল যে অভিযোগ করেছেন তা সত্যি হলে রাজ্যের মানুষের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলবে। দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। মানুষকে বাঁচানো কঠিন হয়ে যাবে। রাজ্যের পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আবেদনও জানিয়েছেন তাঁরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন