বছরের শুরু থেকে ১৫-১৮ বয়সীদের টিকা, স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ, ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ১০ জানুয়ারি থেকে করোনার বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ দেওয়া শুরু হবে এবং ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ অভিযান শুরু হবে।
নতুন বছরের শুরু থেকে ১৫-১৮ বয়সীদের টিকা শুরু হবে
নতুন বছরের শুরু থেকে ১৫-১৮ বয়সীদের টিকা শুরু হবেপ্রতীকী ছবি
Published on

কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব‍্যক্তিদের জন্য করোনার বুস্টার ডোজ দেওয়া হবে। স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদেরও দেওয়া হবে এই ডোজ। বড়দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সিদের জন্যও টিকাকরণ অভিযান শুরুর কথা জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ১০ জানুয়ারি থেকে করোনার বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ দেওয়া শুরু হবে এবং ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ অভিযান শুরু হবে।

এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, "করোনা ভাইরাস চলে যায়নি। আমাদের সতর্ক এবং সুরক্ষিত থাকতে হবে। গোটা বিশ্ব এখন ওমিক্রনের কথা বলছে। আজ অটল‌ বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং ক্রিসমাস, তাই আমরা আজ এই পদক্ষেপ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি জানিয়েছেন, দেশে এই মুহূর্তে ১৮ লক্ষ আইসোলেশন বেড রয়েছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড আছে। ৬১ শতাংশের বেশি দেশবাসী করোনার দুটি ডোজই পেয়েছেন। দেশে‌‌ খুব দ্রুত ন‍্যাজাল ভ‍্যাকসিন, ডিএনএ ভ‍্যাকসিন আসবে।

অন‍্যদিকে এদিনই আপৎকালীন ব‍্যবহারের জন্য কিশোরদের ওপর ভ‍্যাকসিন প্রয়োগের অনুমতি দিল কেন্দ্রীয় সংস্থা DGCI। ভারত বায়োটেকের কোভ‍্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১২ বছর বয়সীদের ওপর প্রয়োগ করা যাবে এই টিকা।

নতুন বছরের শুরু থেকে ১৫-১৮ বয়সীদের টিকা শুরু হবে
টিকাকরণ কর্মসূচি নিয়ে ফের মোদী সরকারকে আক্রমণে রাহুল গান্ধী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in