WHO: কার্ডিওভাসকুলার রোগ থেকে অকালমৃত্যু কমাতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ডাব্লুএইচও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং এক ওয়েবিনারে বলেন, "অধিকাংশ কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করা যেতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থাফাইল ছবি সংগৃহীত
Published on

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে কার্ডিওভাসকুলার রোগ থেকে মৃত্যুহার কমানোর জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তথ্য অনুসারে প্রতি বছর এই অসুস্থতায় ৩.৬ মিলিয়ন মানুষের মৃত্যু হয়।

ডাব্লুএইচও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং এক ওয়েবিনারে বলেন, "অধিকাংশ কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করা যেতে পারে। এর জন্য তামাক ব্যবহার, অস্বাস্থ্যকর খাদ্য, শারীরিক নিষ্ক্রিয়তা, এবং অ্যালকোহলের ক্ষতিকারক ব্যবহারের মতো ঝুঁকির কারণগুলির পরিসরকে মোকাবিলা করার জন্য সরকার এবং সমগ্র সমাজের অংশগ্রহণ প্রয়োজন।" ওয়েবিনার 'SEA HEARTS'-এ হৃদরোগের স্বাস্থ্যের প্রচার এবং কার্ডিওভাসকুলার রোগ, স্ট্রোক এবং ডায়াবেটিস থেকে অকালমৃত্যু কমাতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।

২০৩০ সালের মধ্যে কার্ডিওভাসকুলার ডিজিজ (CVDs) থেকে মৃত্যু এক তৃতীয়াংশ কমাতে, WHO দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল 'SEA HEARTS', 'WHO South-East Asia HEARTS' উদ্যোগের মাধ্যমে বর্তমান উদ্যোগগুলিকে বিস্তৃত করার এবং সংহত করার পরিকল্পনা করেছে৷ এই অঞ্চলের সমস্ত দেশ 'WHO HEARTS' প্যাকেজ গ্রহণ করেছে, যা প্রাথমিক স্বাস্থ্যসেবায় কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশগুলির ক্ষেত্রে ধাপে ধাপে এগোনোর পদ্ধতি।

পুনম ক্ষেত্রপাল সিং আরও জানিয়েছেন, "WHO HEARTS' প্রযুক্তিগত প্যাকেজের পূর্ণ বাস্তবায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে, আমাদের রাজনৈতিক ইচ্ছা এবং জবাবদিহিতাকে একত্রিত ও শক্তিশালী করতে হবে।" এ বছর বিশ্ব হৃদরোগ দিবসের মূল প্রতিপাদ্য হল 'প্রত্যেক হৃদয়ের জন্য হৃদয় ব্যবহার করুন'। যা কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় তুলে ধরবে।

তিনি আরও জানান, "হৃদয় ব্যবহার করার অর্থ ভিন্নভাবে চিন্তা করা। সঠিক সিদ্ধান্ত নেওয়া। সাহসের সাথে কাজ করা। অন্যদের সাহায্য করা। 'প্রত্যেক হৃদয়ের জন্য' মানে নিশ্চিত করা যে আমরা প্রত্যেক হৃদয়ের জন্য কার্ডিওভাসকুলার স্বাস্থ্য অর্জনে সহায়তা করার জন্য যতটা সম্ভব বেশি ব্যক্তির কাছে পৌঁছাতে পারি।"

কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নয়নের জন্য একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হিসাবে, সদস্য দেশের প্রতিনিধিরা, অংশীদার, একাডেমিক প্রতিষ্ঠান এবং সুশীল সমাজ সংস্থাগুলি ওয়েবিনারে অংশ নিয়েছিল। যেখানে CVD-র বিরুদ্ধে পদক্ষেপ ত্বরান্বিত করার উপায় নিয়ে আলোচনা হয়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in