Mpox Virus: বিশ্ব জুড়ে মাঙ্কিপক্সের চোখ রাঙানি, আফ্রিকায় মৃত ৪৫০, জরুরি সতর্কতা জারি হু-এর

People's Reporter: প্রথমে প্রবল জ্বর, শরীরে ব্যথা এবং ক্লান্তি দেখা যাবে। এরপর ত্বকে র‍্যাশ দেখা দেবে। র‍্যাশ ধীরে ধীরে লাল হয়ে ফোঁড়ার মতো আকার ধারণ করতে থাকে।
মাঙ্কি পক্স
মাঙ্কি পক্সফাইল ছবি, সৌজন্যে - বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Published on

বিশ্ব জুড়ে চোখ রাঙানি মাঙ্কিপক্সের। আফ্রিকার রিপাবলিক অফ কঙ্গোয় এই ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে অন্তত ৪৫০ জনের। পাকিস্তানে আক্রান্ত এক। ইতিমধ্যেই এই মাঙ্কিপক্স নিয়ে গোটা বিশ্বে জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। মাঙ্কিপক্স ঘিরে উদ্বেগ বাড়ছে ভারতেও। কেরলে জারি হয়েছে বাড়তি সতর্কতা। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করল হু।

কী এই মাঙ্কিপক্স?

আশির দশকে প্রথম মাঙ্কি পক্সের খোঁজ মেলে। তার পর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ হতো। কারণ এটি পশুবাহিত রোগ। আর যে ধরনের পশুর শরীর থেকে এ রোগ ছড়ানোর আশঙ্কা তাদের বাস মূলত গ্রীষ্মপ্রধান এলাকার বৃষ্টি বনাঞ্চলে (রেন ফরেস্ট)। মাঙ্কি পক্সের ক্ষেত্রে সারা গায়ের পাশাপাশি, লসিকাবাহেও ছড়িয়ে পড়ে সংক্রমণ।

কীভাবে সংক্রামিত হয়?

শুধু যৌন সংক্রমণেই এই রোগ ছড়ায় না। চিকিৎসকের মতে, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে। শ্বাসনালি, ক্ষতস্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে। আক্রান্তের ব্যবহার করা পোশাক-পরিচ্ছদ থেকেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।

মাঙ্কি ভাইরাসের দু’ধরনের রূপ রয়েছে - ক্লেড ১ ও ক্লেড ২। ২০২২ সালে ভাইরাসের ক্লেড ২ উপরূপ ছড়িয়েছিল। এই উপরূপটি তুলনামূলক ভাবে কম সংক্রমক। তবে এখন ক্লেড ১ উপরূপ চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এর ফলে এই ভাইরাস দ্রুত হারে ছড়িয়ে পড়ে মানু‌ষের শরীরে। যার ফলে বাড়ে মৃত্যুর ঝুঁকিও।

মাঙ্কিপক্সের উপসর্গ -

প্রথম ধাপে মাঙ্কিপক্সের কারণে প্রবল জ্বর, শরীরে ব্যথা এবং ক্লান্তি দেখা যাবে। এরপর দ্বিতীয় ধাপে ত্বকে র‍্যাশ দেখা দেবে। এরপর ত্বকের র‍্যাশ ধীরে ধীরে লাল হয়ে ফোঁড়ার মতো আকার ধারণ করতে থাকে। হাত, পা, মুখ, পায়ের পাতা এবং শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যেতে শুরু করবে।

জানা যাচ্ছে, মধ্য ও পূর্ব আফ্রিকায় মারাত্মক প্রকোপ শুরু হয়েছে মাঙ্কিপক্সের। এই বছরের শুরু থেকে রিপাবলিক অফ কঙ্গোতে প্রায় ১৩,৭০০ জন এই উপরূপে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৪৫০ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে, ৩৪ বছর বয়সী এক পাকিস্তানি যুবক সৌদি আরব থেকে পাকিস্তান ফিরছিলেন। বিমান বন্দরে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তাঁর শরীরে মাঙ্কিপক্সের খোঁজ মিলেছে।

মাঙ্কিপক্সের দ্রুত সংক্রমণ নিয়ে ‘হু’-এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, ‘‘শুধু আফ্রিকাই নয়, তার বাইরেও এই ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আর এই বিষয়টি ভীষণই উদ্বেগজনক। এই মহামারি ছড়িয়ে পড়া রুখতে এবং লক্ষ লক্ষ জীবন বাঁচাতে বিশ্ববাসীকে একত্রিত হয়ে উদ্যোগ নিতে হবে।”

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in