অবশেষে কোভ্যাক্সিনকে অনুমোদন দিল WHO

সূত্রের খবর, কোভ‍্যাক্সিনকে অনুমোদন দেওয়ার জন্য জি-২০ বৈঠকে WHO ডিরেক্টর জেনারেল ট্রেডস ঘেব্রেইয়েসাসের ওপর চাপ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই কোভ‍্যাক্সিনকে অনুমোদন দিয়েছে WHO।
অবশেষে কোভ্যাক্সিনকে অনুমোদন দিল WHO
ফাইল চিত্র
Published on

অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র অনুমোদন পেল ভারতের তৈরি করোনা টিকা কোভ‍্যাক্সিন। কোভ‍্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব‍্যবহারের তালিকাভুক্ত করেছে হু। গ্লোবাল হেল্থ গ্রুপের টেকনিক্যাল অ‍্যাডভাইজারি গ্রুপ বুধবার এই চূড়ান্ত সিদ্ধান্ত জারি করেছে।

WHO-র তরফ থেকে একটি ট‍্যুইট বার্তায় বলা হয়েছে, "কোভিড ১৯-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম, WHO দ্বারা বৈধ ভ‍্যাকসিনের ক্রমবর্ধমান তালিকায় এবার যুক্ত হলো ভারত বায়োটেকের তৈরি কোভ‍্যাক্সিন। কোভ‍্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব‍্যবহারের তালিকাভুক্ত করা হয়েছে।"

সূত্রের খবর, কোভ‍্যাক্সিনকে অনুমোদন দেওয়ার জন্য জি-২০ বৈঠকে WHO ডিরেক্টর জেনারেল ট্রেডস অ‍্যাডহানাম ঘেব্রেইয়েসাসের ওপর চাপ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই কোভ‍্যাক্সিনকে অনুমোদন দিয়েছে WHO। প্রসঙ্গত, গত সপ্তাহে কোভ‍্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in