নিট (স্নাতক) ২০২৪ পরীক্ষা বাতিল করা যুক্তিসঙ্গত হবে না। সুপ্রিম কোর্টে এমনটাই জানালো কেন্দ্র। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আশ্বাসও দিয়েছে কেন্দ্র।
শীর্ষ আদালতে হলফনামা দিয়ে কেন্দ্র জানায়, গোটা পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয়। তাছাড়া নিট (স্নাতক) পরীক্ষা নিয়ে সেরকম কোনও বড় দুর্নীতির প্রমাণ মেলেনি। পরীক্ষা যদি বাতিল হয় তাহলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যত নিয়ে প্রশ্ন দেখা দেবে। বহু পরীক্ষার্থী রয়েছে যারা সৎ উপায়েই পরীক্ষা দিয়েছিল।
হলফনামায় কেন্দ্র আরও জানায়, ভারত সরকার যে কোনও পরীক্ষায় প্রশ্নের গোপনীয়তা রক্ষার পক্ষে। আর যদি কোনও পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় তাহলে উপযুক্ত প্রমাণ সহকারে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
পাশাপাশি শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, দুর্নীতির তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত চালাচ্ছে। কোনো অপরাধীকে ছাড়া হবে না।
প্রসঙ্গত, নিট দুর্নীতির তদন্তে নেমে সঞ্জীব মুখিইয়া নামের এক ব্যক্তির নাম জানতে পেরেছে তদন্তকারী সংস্থা। এই সঞ্জীবই মূল অভিযুক্ত। এক অধ্যাপকের কাছ থেকে আগেই নিটের প্রশ্নপত্র পেয়েছিলেন তিনি। পরীক্ষার আগের দিন সেই প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র বিলি করে লক্ষ লক্ষ টাকা আয় করেন তিনি। এই প্রশ্নফাঁস সামনে আসতেই নিখোঁজ তিনি। এই ঘটনার তদন্ত করছে বিহার পুলিশও। তদন্তকারীদের আশঙ্কা, নেপালে পালিয়ে যেতে পারেন সঞ্জীব। প্রশ্নফাঁসকাণ্ডে নাম উঠে এসেছে সঞ্জীবের ভাগ্নে রকিরও। রাঁচীতে একটি হোটেল চালান রকি। তাঁর সন্ধানও শুরু করেছে পুলিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন