Silicosis: যুবক-যুবতী থেকে বৃদ্ধা, মারণ রোগ সিলিকোসিসে আক্রান্ত পাঁচামীর পাথর খাদানের শ্রমিকরা

People's Reporter: বীরভূমের পাঁচামী পাথর বলয়ে কাজ করা শ্রমিকদের মধ্যে ধরা পড়ছে সিলিকোসিস রোগ। যা নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিফাইল ছবি
Published on

যুবক-যুবতী থেকে বৃদ্ধ কেউই বাদ যাচ্ছে না মারণ রোগ সিলিকোসিস আক্রান্ত হওয়া থেকে। বীরভূমের পাঁচামী পাথর খাদানে কাজ করা শ্রমিকদের মধ্যে ধরা পড়ছে সিলিকোসিস রোগ। যা নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ।

মূলত সিমেন্ট ফ্যাক্টরি, পাথর খাদান, তাপবিদ্যুৎ কেন্দ্রে যেসকল শ্রমিকরা কাজ করেন, তাঁদের ফুসফুসে বাসা বাঁধে এই মারণ রোগ সিলিকোসিস (Silicosis)। পাথর ভাঙতে গিয়ে সেই গুঁড়ো নাকে ঢুকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে হচ্ছে তাঁদের। এই রোগে আক্রান্ত হচ্ছেন পাঁচামীর শ্রমিকরাও। যাঁদের মধ্যে যুবক-যুবতীরাও রয়েছেন।

বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত ১৫ জুলাই পাঁচামীর ভাঁড়কাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সিলিকোসিস সন্দেহে ৫০ জনের পরীক্ষা করা হয় সিউড়ি সদর হাসপাতালে। সেখানেই ৯ জনের শীররে সিলিকোসিসের প্রমাণ মেলে। গত বুধবারও পাঁচামীর হরিণসিঙায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখনে ৫২ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট এখনও আসেনি। তাঁরা সিলিকোসিসে আক্রান্ত কিনা তা রিপোর্টা এলে জানা যাবে। এর আগে নলহাটি ১, মুরারই ১, রামপুরহাট ১ ব্লকের পাথর বলয় এলাকার ৬০ জনকে সিলিকোসিস রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে পাঁচামীর হাটগাছা, ঢোলকাটা, ভাঁড়কাটা সহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। এক জেলা স্বাস্থ্য আধিকারিকের কথায়, জে সংখ্যাটা জানা যাচ্ছে তা অত্যন্ত নগণ্য। বাস্তবে আক্রান্তের সংখ্যা অনেক বেশী।

মহিলা থেকে পুরুষ কেউই বাদ যাচ্ছেন না এই রোগ থেকে। সেন্টু শেখ নামের ২৩ বছরের এক যুবকের শরীরে এই রোগের সন্ধান পাওয়া গেছে। তিনি পাঁচামীতে গাড়ি চালান। পাথরের ধুলোর মধ্যে কাজ করতে করতে তিনি সিলিকোসিসে আক্রান্ত হয়েছেন।

একই রোগে আক্রান্ত হয়েছেন হাবড়াপাহাড়ির রানি মার্ডি। তাঁর বয়স ৩২। পাঁচামীর পাথর খাদানে কাজ করেন তিনি। অর্থের জন্য বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে বলে তিনি জানান। রানি মার্ডি বলেন, আগের মতো আর কাজ করতে পারি না। সারাক্ষণ মাথা ঘোরে। একটু কাজ করলেই হাঁপিয়ে পড়ছি। এছাড়া সিলিকোসিসে আক্রান্ত হয়েছেন সরোজিনী সোরেনের মতো বৃদ্ধারাও।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in