১৯ জুন থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। প্রথম দফায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে নির্বাচন রয়েছে। ৩ কেন্দ্রে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১০ জন প্রার্থী কোটিপতি।
সম্প্রতি বেসরকারি অলাভজনক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা নিয়ে সমীক্ষা করেছে। সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে মোট ১০ জন কোটিপতি প্রার্থী। এর মধ্যে ৩ জন নির্দল প্রার্থী। দু'জন করে বিজেপি ও তৃণমূলের প্রার্থী এবং একজন করে সিপিআইএম, আরএসপি ও কংগ্রেসের প্রার্থী।
জলপাইগুড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মণের সম্পত্তির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায়ের সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি। মহেশ্বর সরকার নামে এক নির্দল প্রার্থীও কোটিপতি। তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকার কিছু বেশি।
আলিপুরদুয়ারে বামেদের প্রার্থী আরএসপি-র মিলি ওরাঁও-র সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার বেশি।
কোচবিহার আসনে কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরীর সম্পত্তির পরিমাণও ১ কোটির গণ্ডি টপকেছে। ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সম্পত্তির পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি। বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক হলফনামায় দেখিয়েছেন তাঁর সম্পত্তি ১ কোটি টাকার কিছু বেশি। কোচবিহার কেন্দ্রের নির্দল প্রার্থী হরেকৃষ্ণ সরকারও কোটিপতি।
শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় অন্যান্য রাজ্যতেও প্রথম দফায় বহু কোটিপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোটিপতি প্রার্থীর সংখ্যা হিসেবে শীর্ষে আছে তামিলনাড়ু। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান এবং তৃতীয় স্থানে মহারাষ্ট্র।
তামিলনাড়ুতে ৯৪৫ জন প্রার্থীর মধ্যে ২০২ জন কোটিপতি। রাজস্থানে ১১৩ জন প্রার্থীর মধ্যে ৩৭ জন, মহারাষ্ট্রে ৯৭ জনের মধ্যে ৩৬ জন, মধ্যপ্রদেশে ৮৮ জনের মধ্যে ২৭ জন, উত্তরপ্রদেশে ৮০ জনের মধ্যে ৩৪ জন, উত্তরাখণ্ডে ৫৫ জনের মধ্যে ২৩ জন, বিহারে ৩৮ জনের মধ্যে ১৫ জন প্রার্থী কোটিপতি।
এছাড়া আসামের ৩৫ জনের মধ্যে ১৫ জন, পুদুচেরির ২৫ জনের মধ্যে ৫ জন, সিকিমের ১৪ জনের মধ্যে ৬ জন, অরুণাচল প্রদেশের ১৪ জনের মধ্যে ৯ জন, আন্দামান-ও নিকোবর দ্বীপপুঞ্জে ১২ জনের মধ্যে ৬ জন, জম্মু-কাশ্মীরে ১২ জনের মধ্যে ৪ জন, ছত্তিশগড়ে ১১ জন প্রার্থীর মধ্যে ২ জন, মেঘালয়ে ১০ জনের মধ্যে ৭ জন, মনিপুরের ১০ জনের মধ্যে ৩ জন, ত্রিপুরায় ৯ জনের মধ্যে ১ জন প্রার্থী, মিজোরামে ৬ জনের মধ্যে ৪ জন প্রার্থী, লাক্ষাদ্বীপে ৪ জনের মধ্যে ২ জন এবং নাগাল্যান্ডে ৩ জনের মধ্যে ২ জন প্রার্থী কোটিপতি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন