আগামী ১৭ সেপ্টেম্বর ছত্তিশগড় বিধানসভায় দ্বিতীয় দফার ভোটাভুটি। সেই নির্বাচনে অংশগ্রহণকারী ৯৫৩ জন প্রার্থীর মধ্যে মোট ১০ শতাংশ প্রার্থীর নামেই রয়েছে ফৌজদারি মামলা। যার মধ্যে ৫৬ জনের নামে আবার রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। এমনটাই খবর নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশকারী নন-প্রফিট সংস্থা ADR (Association for Democratic Reforms)-এর রিপোর্টে।
আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যের বাকি ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর আগে গত ৭ নভেম্বর প্রথম দফার নির্বাচনে ২০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় দফার নির্বাচনে অংশগ্রহণকারী ৯৫৮ জন প্রার্থী নির্বাচনের আগে কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন, তার মধ্যে ৯৫৩ জনের হলফনামা বিশ্লেষণ করে বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে ADR।
সেই রিপোর্ট বলছে, “৯৫৩ জন প্রার্থীর মধ্যে ১০০ জন (প্রায় ১০ শতাংশ) প্রার্থী নিজেদের নামে ফৌজদারি মামলা রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন। সেই ১০০ জনের মধ্যে আবার ৫৬ জনের (৬ শতাংশ) নামে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। দলীয় স্তরে দেখতে গেলে, সবচেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে কংগ্রেস প্রার্থীদের নামে।”
রিপোর্ট অনুযায়ী, “দ্বিতীয় দফার ৭০টি আসনে কংগ্রেসের যে ৭০ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন, তার মধ্যে ১৩ জনের (১৯ শতাংশ) নামে ফৌজদারি মামলা রয়েছে। দল হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির ৭০ জন প্রার্থীর মধ্যে ১২ জনের (১৭ শতাংশ) নামে মামলা রয়েছে।”
রিপোর্ট জানিয়েছে, জনতা কংগ্রেস ছত্তিশগড় (জে)-এর ৬২ জন প্রার্থীর মধ্যে ১১ জনের (১৮ শতাংশ) নামে এবং আম আদমি পার্টির ৪৪ জন প্রার্থীর মধ্যে ১২ জনের (২৭ শতাংশ) নামে ফৌজদারি মামলা রয়েছে। এছাড়াও কংগ্রেসের ৭০ জন প্রার্থীর মধ্যে ৭ জন (১০ শতাংশ), বিজেপির ৭০ জন প্রার্থীর মধ্যে ৪ জন (৬ শতাংশ), জনতা কংগ্রেস ছত্তিশগড় (জে)-এর ৬২ জন প্রার্থীর মধ্যে ৪ জন (৬ শতাংশ) এবং আপের ৪৪ জন প্রার্থীর মধ্যে ৬ জন (১৪ শতাংশ) প্রার্থী নিজেদের নামে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে বলে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় স্বীকার করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন