Madhya Pradesh Polls: মধ্যপ্রদেশে ৮১ শতাংশ বিধায়কই কোটিপতি, সর্বাধিক বিজেপির - রিপোর্ট

People's Reporter: ADR রিপোর্ট অনুসারে মধ্যপ্রদেশ বিধানসভার ৬২ জন বা ৩৩% বিধায়ক জানিয়েছেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ১৫৮ জন বিধায়ক জানিয়েছেন তাঁরা স্নাতক বা স্নাতকোত্তর।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানগ্রাফিক্স - নিজস্ব
Published on

মধ্যপ্রদেশ বিধানসভার বর্তমান ২৩০ জন বিধায়কের মধ্যে ১৮৬ জনই কোটিপতি। যার মধ্যে ক্ষমতাসীন বিজেপির কোটিপতি বিধায়কের সংখ্যা ১০৭ জন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর সাম্প্রতিক এক সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে।

এডিআর রিপোর্ট অনুসারে মধ্যপ্রদেশ বিধানসভার ৬২ জন বা ৩৩ শতাংশ বিধায়ক জানিয়েছেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ১৫৮ জন বিধায়ক জানিয়েছেন তাঁরা স্নাতক বা স্নাতকোত্তর। এছাড়াও ৫ বিধায়ক জানিয়েছেন তাঁদের অক্ষরজ্ঞান আছে এবং ১ জন বিধায়ক জানিয়েছেন তিনি সম্পূর্ণ নিরক্ষর।

এডিআর-এর সমীক্ষা রিপোর্ট অনুসারে ২৩০ জন বর্তমান বিধায়কের মধ্যে ১৮৬ জন বা ৮১ শতাংশ বিধায়ক কোটিপতি। কোটিপতি এই বিধায়কদের তালিকায় শীর্ষে আছে বিজেপি। ক্ষমতাসীন বিজেপির ১২৯ জন বিধায়কের মধ্যে কোটিপতি বিধায়কের সংখ্যা ১০৭ জন বা ৮৩ শতাংশ।

বিজেপির পাশাপাশি কংগ্রেসের ৯৭ জন বিধায়কের মধ্যে ৭৬ জন বা ৭৮ শতাংশ বিধায়ক কোটিপতি। এছাড়াও ৩ নির্দল বিধায়ক জানিয়েছেন তাঁদের সম্পত্তির পরিমাণ ১ কোটির বেশি।

এডিআর রিপোর্ট জানিয়েছে মধ্যপ্রদেশ বিধানসভার বিধায়কদের গড় সম্পদের পরিমাণ ১০.৭৬ কোটি টাকা।

সমীক্ষা আরও জানিয়েছে ১২৯ জন বিজেপি বিধায়কের গড় সম্পদের পরিমাণ ৯.৮৯ কোটি টাকা। ৯৭ জন কংগ্রেস বিধায়কের গড় সম্পদের পরিমাণ ১১.৯৮ কোটি টাকা। এছাড়া ১ বিএসপি বিধায়কের সম্পদের পরিমাণ ৯৬.৬৫ লক্ষ টাকা এবং ৩ নির্দল বিধায়কের গড় সম্পদের পরিমাণ ১১.৯৮ কোটি টাকা।

মধ্যপ্রদেশ বিধানসভার বিধায়কদের মধ্যে সর্বাধিক সম্পদের মালিক বিজয়রাঘবগড়ের বিজেপি বিধায়ক সত্যেন্দ্র পাঠক। তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ২২৬.১৭ কোটি টাকা। রতলাম সিটির বিধায়ক চৈতন্য কাশ্যপের ঘোষিত সম্পদের পরিমাণ ২০৪.৬ কোটি টাকা। পান্ধানা (এসটি) আসনের বিজেপি বিধায়ক রাম ডাঙ্গোরের সম্পদের পরিমাণ মাত্র ৫০,৭৪৯ টাকা।

এডিআর রিপোর্ট জানাচ্ছে, ৩৮ জন বিধায়ক জানিয়েছেন তাঁদের ১ কোটি টাকা বা তার বেশি পরিমাণ দেনা রয়েছে। যার মধ্যে বেতুল কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বিনোদ ডাগার মোট ঘোষিত সম্পদ ১২৭.৬ কোটি টাকা হলেও দেনার পরিমাণ ৫৪ কোটি টাকা।

মধ্যপ্রদেশ বিধানসভার বর্তমান বিধায়কদের মধ্যে ৯৬ জন বা ৪২ শতাংশ জানিয়েছেন তাঁদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ১৩৪ জন বা ৫৮ শতাংশের বয়স ৫১ থেকে ৮০-র মধ্যে।

মধ্যপ্রদেশে ২৩০ জন বিধায়কের মধ্যে মহিলা বিধায়কের সংখ্যা মাত্র ৯।

আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভার পরবর্তী নির্বাচন হবে এবং ভোট গণনা হবে আগামী ৩ ডিসেম্বর।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
MP: স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে কোণঠাসা করতে তৎপর কংগ্রেস - প্রাক্তন RSS নেতাকে প্রার্থী
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
এবার NDA জোটের অন্দরেই উঠল জাত গণনার দাবি! অবিলম্বে তথ্য প্রকাশের আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in