লোকসভা ভোটের মুখে ফের রদবদল নির্বাচন কমিশনে। সরানো হল রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা দুই আধিকারিককে। সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়। যে দুই আধিকারিককে সরানো হয়েছে, তাঁরা হলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায় চৌধুরী এবং জয়েন্ট সিইও রাহুল নাথ।
ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকে দেশ জুড়ে রদবদলের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। সেই মতো রাজ্যের কাছে দীর্ঘ বছর ধরে একই দায়িত্বে থাকা আধিকারিকদের তালিকা চেয়ে পাঠিয়েছিল কমিশন। সেই তালিকা অনুযায়ী, গত ১০ বছর ধরে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে দায়িত্বে রয়েছেন অমিত রায় চৌধুরী। অন্যদিকে, গত ৬ বছর ধরে জয়েন্ট সিইও রয়েছেন রাহুল নাথ।
জানা গেছে, বেশ অনেক বছর ধরে এই দায়িত্বে থাকার জন্য সরানো হয়েছে ওই দুই আধিকারিককে। তবে এর পাশাপাশি আরও একটি কারণ উঠে আসছে। সূত্রের খবর, সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, ওই দুই আধিকারিক শাসক দলের ঘনিষ্ঠ। যার ফলে রাজ্যে সুষ্ঠভাবে নির্বাচন করা সম্ভব নয়।
পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তিনি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই রদবদলের পিছনে এটিও একটি কারণ বলে মনে করছেন অনেকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন