আগামী চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের মোট ৪২ টি কেন্দ্রেই প্রার্থী দিতে চলেছে অখিল ভারত হিন্দু মহাসভা। রবিবার উত্তর ২৪ পরগণার গাইঘাটার ঠাকুরনগরে হিন্দু মহাসভার সভায় এই কথা জানান সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী।
রবিবার প্রকাশিত হয়েছে চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল। তিন রাজ্যে বিজেপির জয়জয়কার। আর সেই দিনেই নির্বাচনের ময়দানে নামার কথা ঘোষণা করল হিন্দু মহাসভা। মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে কোনও রাজনৈতিক দলকে ভোটের নোংরা রাজনীতি করতে দেবে না বলে জানিয়েছেন চন্দ্রচুড়।
চন্দ্রচূড় জানান, “অন্যায় ভাবে এনআরসি প্রয়োগের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমেই এই অন্যায়ের চিরতরে প্রতিকার করা হবে।“ একই সঙ্গে তিনি এদিন মতুয়া-সহ সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈনদের ক্ষেত্রে যাঁরা জন্মসূত্রে ভারতীয়, তাঁরা বিশ্বের যেখানেই থাকুন, ভারতের নাগরিকত্ব নিতে চাইলে যাতে দিনক্ষণ না দেখে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হয়, তার দাবি তোলেন।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ২৯ আগষ্ট পশ্চিমবঙ্গ দিবসের দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি জানিয়েছিলেন তারা। অন্যদিকে, ২৯ নভেম্বর অমিত শাহের বঙ্গ সফরে তাঁর সঙ্গেও দেখা করতে চেয়েছিল মহাসভা। কিন্তু মন্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হয়নি তাঁদের বলে অভিযোগ।
রবিবার চন্দ্রচূড় মতুয়াদের ঠাকুরবাড়িতে গিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুরের সঙ্গে দেখা করেন। মমতা ঠাকুর তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বলে খবর। মমতা ঠাকুর জানিয়েছেন, “নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে হিন্দু মহাসভার সঙ্গে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ এক সঙ্গে লড়াই করছি।“
এই নিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, “মতুয়া উদ্বাস্তুরা বুঝতে পেরেছেন, কেন্দ্রের বিজেপি সরকার তাঁদের ভাঁওতা দিয়েছে। তাই তাঁরা নিজেদের আত্মসম্মানের তাগিদে আন্দোলন করছেন।“
তবে এই বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি। এই নিয়ে দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, “হিন্দু মহাসভা এখন তৃণমূলের সুরে গাইছে। তবে সিএএ কার্যকর হবে। মতুয়া উদ্বাস্তু মানুষেরা বিজেপির সঙ্গে আছেন। তাঁরা জানেন নাগরিকত্ব দিতে পারেন একমাত্র নরেন্দ্র মোদীই।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন