Lok Sabha Polls 24: রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়া বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ২৪২টি ফৌজদারি মামলা!

People's Reporter: কেরালার ওয়াইনাড থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। ওই কেন্দ্রে বামেদের তরফ থেকে সিপিআই-র সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে প্রার্থী করা হয়েছে।
রাহুল গান্ধী এবং কে সুরেন্দ্রণ
রাহুল গান্ধী এবং কে সুরেন্দ্রণফাইল ছবি
Published on

কেরলের ওয়াইনাডে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রণের বিরুদ্ধে রয়েছে ২৪২টি ফৌজদারি মামলা! দলীয় মুখপত্রে নিজেই এই খবর জানিয়েছেন কেরল বিজেপির সভাপতি সুরেন্দ্রণ। ২৪২টির মধ্যে ২৩৭টি মামলায় সবরীমালা মন্দিরে বিক্ষোভের সাথে সম্পর্কিত।

কেরালার ওয়াইনাড থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। ওই কেন্দ্রে বামেদের তরফ থেকে সিপিআই-র সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে প্রার্থী করা হয়েছে। একই কেন্দ্রে বিজেপি সুরেন্দ্রণকে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু তাঁর বিরুদ্ধে থাকা দুইশতাধিক মামলা থাকায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। অনেকে জানতে চাইছেন এত মামলা থাকা এক প্রার্থীকে গেরুয়া শিবির টিকিট কীভাবে দিল।

বিজেপি কেরালার সম্পাদক জর্জ কুরিয়ান এক সংবাদ সংস্থায় জানান, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থাকা মামলাগুলির বেশিরভাগই ২০১৮ সালে সবরীমালা মন্দিরে বিক্ষোভের সাথে যুক্ত। অধিকাংশই আদালতে বিচারাধীন রয়েছে। দলীয় নেতৃত্ব যখন বিক্ষোভের ডাক দিয়েছিল সেই সময় প্রশাসনের তরফ থেকে তাঁদের নামে একাধিক মামলা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ওয়াইনাড আসনটি জিতে আছে কংগ্রেস। ২০০৯ এবং ২০১৪ পর পর দু'বার জিতেছিলেন কংগ্রেস প্রার্থী এম আই শানাভাস। ২০১৯ সালে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাহুল গান্ধী। তিনি ৬৪.৯৪ শতাংশ ভোট পেয়েছিলেন। মোট ভোট পেয়েছিলেন ৭ লক্ষ ৬ হাজার ৩৬৭টি। সাড়ে ৪ লক্ষের বেশি ব্যবধানে জয় লাভ করেছিলেন রাহুল গান্ধী। হারিয়েছিলেন সিপিআই-র পি পি সুনীরকে।

রাহুল গান্ধী এবং কে সুরেন্দ্রণ
Adani: পরিবেশ মন্ত্রকের আপত্তি উড়িয়ে গভীর অরণ্যে কয়লা খনির বরাত পেল আদানি গোষ্ঠী! সরব বিরোধীরা
রাহুল গান্ধী এবং কে সুরেন্দ্রণ
বাঙালি কি মদ খায় না? কেউ বললে সেন্টিমেন্টে লাগে! - মোদীর উপদেষ্টার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে দিলীপ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in