আর পাঁচ দিন পর ভোট মেদিনীপুরে। তার আগে খড়্গপুরের একটি লজ থেকে উদ্ধার প্রায় ৩২ লক্ষ টাকা। জানা গেছে, ওই লজে ছিলেন বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল-সহ আরও কয়েক জন নেতা। তাঁদের কাছ থাকা একটি ব্যাগ থেকে ওই টাকা উদ্ধার হয়েছে। ওই টাকার উৎস কী, তদন্ত করছে পুলিশ।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে চলে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে তদন্ত চালিয়ে উদ্ধার করা হয়েছে ওই টাকা। ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ থানার সাহাচক এলাকার একটি লজে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে জাতীয় সড়কের পাশের হোটেল এবং লজগুলিতে অভিযান চালায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। রাত ১০ টা নাগাদ ওই লজে তল্লাশি চালানো হয়। সেই অভিযানেই উদ্ধার হয়েছে ওই টাকা।
যদিও এই টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে বিজেপি জেলা সভাপতি সুদাম পণ্ডিত জানিয়েছেন, নির্বাচনে খরচের জন্য ওই টাকা দলের রাজ্য দফতর থেকে এসেছে। যার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। ওই টাকা পার্শ্ববর্তী মোট তিন জেলায় যাবে। মেদিনীপুর ‘সেন্ট্রাল পয়েন্ট’ বলে সেখানে এনে রাখা হয়েছিল। পাশাপাশি, তৃণমূলের দিকে অভিযোগ তুলে বলেন, এই অভিযানের নেপথ্যে রাজ্যের শাসক দলের ষড়যন্ত্র রয়েছে।
যদিও বিজেপির এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এনিয়ে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা জানান, নির্বাচন কমিশনের সঙ্গে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করেছে পুলিশ। এতে দলের কিছু বলার নেই। তবে বিজেপির নগ্ন চেহারা প্রকাশ্যে এসেছে। লুঠ করা টাকা এভাবেই ভাগ করে বিজেপি।
আগামী ২৫ মে মেদিনীপুর কেন্দ্রে নির্বাচন রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন