Haryana Polls: হরিয়ানা নির্বাচনে কংগ্রেসের তারকা প্রচারের তালিকায় রাহুল, সনিয়া, ভীনেশ সহ ৪০ জন

People's Reporter: তারকা প্রচারকের তালিকায় রয়েছেন, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, দীপক বাবারিয়া, হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভান, অজয় মাকেন, আনন্দ শর্মা এবং শচীন পাইলট।
রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী
রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীফাইল ছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

হরিয়ানা নির্বাচনের জন্য ৪০ জনের তারকা প্রচারকের তালিকা চূড়ান্ত করল কংগ্রেস। যে তালিকার মধ্যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রণদীপ সিং সুরযেওয়ালরা রয়েছেন।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ৪০ জন নেতা-নেত্রী হরিয়ানার বিভিন্ন বিধানসভায় গিয়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন। তালিকায় রয়েছেন সম্প্রতি কংগ্রেসের যোগ দেওয়া কুস্তিগীর ভীনেশ ফোগাট। আছেন আরেক কুস্তিগীর বজরং পুনিয়াও।

এছাড়া কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় রয়েছেন, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, দীপক বাবারিয়া, হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভান, অজয় মাকেন, বীরেন্দ্র সিং, আনন্দ শর্মা এবং শচীন পাইলট।

পাশাপাশি তালিকায় নাম রয়েছে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি আমরিন্দর সিং রাজা, প্রতাপ সিং বাজওয়া, পবন খেরা, দীপেন্দ্র সিং হুডা, রাজীব শুক্লা, সুপ্রিয়া শ্রীনাথ, শ্রীনিবাস বি ভি ও সুভাষ বাত্রার।

ওই ৪০ জনের প্রচারকের তালিকায় আছেন ইমরান প্রতাপগ্রহী, রাজ বব্বর, কানহাইয়া কুমার, অজয় সিং যাদব, সাংসদ জয় প্রকাশ, সৎপাল ব্রহ্মচারীর মতো হেভিওয়েট নেতৃত্ব।

উল্লেখ্য, হরিয়ানা বিধানসভার ৯০ আসনেই আগামী ১ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু জনস্বার্থে সেই তারিখ পিছিয়ে ৫ অক্টোবর করা হয়েছে। ফলপ্রকাশ হবে ৮ অক্টোবর। বর্তমানে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে এনডিএ জোট। গত নির্বাচনে বিজেপি জিতেছিল ৪০টি আসনে এবং কংগ্রেস জিতেছিল ৩১টি আসনে। তবে ২০২৪ লোকসভা নির্বাচিনে রাজ্যের ১০টি আসনের মধ্যে ৫টি আসনে জয়লাভ করে কংগ্রেস এবং বাকি ৫টিতে জেতে বিজেপি। ফলে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিধানসভা নির্বাচনে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in