লোকসভার দিন ঘোষণার পর দু’সপ্তাহের মধ্যে কমিশনের কাছে জমা পড়েছে ৭৯ হাজার অভিযোগ। তার মধ্যে ৭৩ শতাংশ অভিযোগই বেআইনি হোর্ডিং, ব্যানার সংক্রান্ত বিষয়ে। শুক্রবার একথা জানাল নির্বাচন কমিশন। এর মধ্যে ৯৯ শতাংশ অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।
দেশ জুড়ে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। এবার লোকসভা নির্বাচনে কোনো সন্ত্রাস বরদাস্ত করবে না কমিশন। ভোট ঘোষণার দিনই জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। অভিযোগ দায়ের জন্য সি-ভিজিল অ্যাপও চালু করেছে কমিশন। এখনও পর্যন্ত ওই অ্যাপে ৭৯ হাজার অভিযোগ জমা পড়েছে।
এছাড়াও নির্বাচনী বিধিভঙ্গ সংক্রান্ত আরও অনেক অভিযোগ জমা পড়েছে সি-ভিজিল অ্যাপে। জানা গেছে, উপহার, মদ এবং টাকা বিতরণের মতো অভিযোগ জমা পড়েছে ১৪০০ টি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের পরেও মাইক বাজিয়ে প্রচার চালানোর অভিযোগ জমা পড়েছে প্রায় হাজার খানেক।
তবে শুধু সি-ভিজিল অ্যাপ নয়। ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টারেও ফোন করে নিজেদের অভিযোগ নথিভুক্ত করার সুযোগ রয়েছে জনগণের কাছে। অভিযোগ জমা পড়ার ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন।
শুক্রবার কমিশন জানিয়েছে, গত দু’সপ্তাহে সি-ভিজিল অ্যাপে জমা পড়া মোট অভিযোগের ৮৯ শতাংশ ১০০ মিনিটের মধ্যে সমাধান করা গিয়েছে।
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৮ তম লোকসভা নির্বাচন। ৪ জুন ভোট গণনা। দেশ জুড়ে ভোট হবে সাত দফায়। সন্ত্রাস মোকাবিলায় প্রতি জেলায় কন্ট্রোল রুম খোলা হবে। কারও কোনও অভিযোগ থাকলে জানানো যাবে সেখানে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে কমিশন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন