লোকসভা নির্বাচনে দিল্লিতে চার-তিন আসন সমীকরণে লড়বে আপ ও কংগ্রেস - তা আগেই ঘোষণা করা হয়ছিল। আর এবার দিল্লির চার আসনে প্রার্থী ঘোষণা করল আপ। মঙ্গলবার প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠক হয়। তারপরই ঘোষণা করা হয় তালিকা। দিল্লির পাশাপাশি হরিয়ানাতেও প্রার্থী তালিকা ঘোষণা করেছে আপ।
মঙ্গলবার কেজরিওয়ালের দিল্লির বাসভবনে প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠকের শেষে সাংবাদিক বৈঠক করেন আপ নেতা সন্দীপ পাঠক। সেই বৈঠকে দিল্লির চার আসনে ও হরিয়ানার এক আসনে প্রার্থীর নাম ঘোষণা করে আপ।
আপের তরফে জানানো হয়েছে, নয়াদিল্লি থেকে লড়বেন সোমনাথ ভারতী। পূর্ব দিল্লিতে আপের প্রার্থী কুলদীপ কুমার। এ ছাড়াও দক্ষিণ দিল্লি এবং পশ্চিম দিল্লির প্রার্থী যথাক্রমে রাম পহেলওয়ান এবং মহাবাল মিশ্র। এই চার জনের মধ্যে মহাবাল ছাড়া বাকি তিন জনই বর্তমানে দিল্লির বিধায়ক।
অন্যদিকে, হরিয়ানায় আপকে একটি আসন ছেড়েছে কংগ্রেস। কুরুক্ষেত্র লোকসভা আসনটি ছেড়েছে। মঙ্গলবার সেই আসনের প্রার্থীও জানিয়েছে কেজরীওয়ালের দল। আপ নেতা সুশীল গুপ্তাকে সেখানকার প্রার্থী করা হয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে আপ নেতা সন্দীপ পাঠক বলেন, "আমরা পাঁচটি রাজ্যে লড়াই করব এবং মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।“
অন্যদিকে এদিন দলের সিনিয়র নেতা গোপাল রাই বলেন, "এই প্রার্থীদের অনেক বৈঠকের পর নির্বাচন করা হয়েছে। আমাদের প্রতিটি আসনেই জিততে হবে।" তিনি আরও বলেন, "আপের প্রার্থী বাছাই করার সবচেয়ে বড় মাপকাঠি হল বিজয়ী হওয়া। বিজেপি সাংসদ কাজ করেন না, জনসাধারণের মধ্যে থাকেন না। কিন্তু আপ সাংসদরা কাজ করেন এবং জনসাধারণের মধ্যে থাকেন।“
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাত আসনেই জয়ী হয়েছিল বিজেপি। পাঁচটি আসনে দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস। আর বাকি দুই আসনে বিজেপির পরেই ছিল আপ। আর এবার বিজেপিকে হারাতে আপ-কংগ্রেস জোট বেঁধেছে। তবে শুধু দিল্লিতেই নয়, জোট হয়েছে হরিয়ানা, গোয়া, গুজরাটেও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন