I-N-D-I-A: আসন সমঝোতা চূড়ান্ত না হলেও ৫ রাজ্যে একসাথে লড়বে AAP-কংগ্রেস, সিদ্ধান্ত চূড়ান্ত

People's Reporter: দিল্লির আম আদমি পার্টির আহ্বায়ক গোপাল রাই বলেন, "কংগ্রেসের সাথে আলোচনা হয়েছে। দিল্লি, পাঞ্জাব, গোয়া, হরিয়ানা এবং গুজরাটে জোট করেই আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো"।
I-N-D-I-A: আসন সমঝোতা চূড়ান্ত না হলেও ৫ রাজ্যে একসাথে লড়বে AAP-কংগ্রেস, সিদ্ধান্ত চূড়ান্ত
ছবি - প্রতীকী
Published on

জট কাটতে চলেছে I-N-D-I-A মঞ্চের দুই অন্যতম প্রধান শক্তি কংগ্রেস এবং আম আদমি পার্টির ৫ রাজ্যে নির্বাচনী জোট নিয়ে। তবে কে কাকে কটা আসন ছাড়বে তা এখনই চূড়ান্ত হয়নি। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন দিল্লির আম আদমি পার্টির আহ্বায়ক গোপাল রাই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দুই দলের মধ্যে বিবাদ মিটলে ইন্ডিয়া মঞ্চ লোকসভা নির্বাচনের জন্য বিজেপির বিরুদ্ধে আরও একধাপ এগোবে।

কেন্দ্রীয় ভাবে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য 'ইন্ডিয়া' মঞ্চ তৈরি করলেও বিভিন্ন রাজনৈতিক দলের রাজ্য নেতৃত্বরা এক ছাতার নীচে আসতে ভিন্ন মত পোষণ করছেন। বিশেষ করে পাঞ্জাব কংগ্রেস ও আপ নেতৃত্বরা আসন সমঝোতাতেই যেতে নারাজ ছিলেন। এই আবহে কিছুটা হলেও স্বস্তির খবর দিলেন আপ নেতা গোপাল রাই।

তিনি বলেন, "কংগ্রেসের সাথে আলোচনা হয়েছে। দিল্লি, পাঞ্জাব, গোয়া, হরিয়ানা এবং গুজরাটে জোট করেই আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো। কংগ্রেসও রাজি হয়েছে। যা লোকসভা নির্বাচনের জন্য সত্যিই ইতিবাচক দিক। তবে আসন বন্টন নিয়ে এখনই চূড়ান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি"।

গোপাল রাই আরও জানান, "আমরা জোট করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। পরবর্তী বৈঠকে আসন নিয়ে আলোচনা হবে। আমরা যখন জোটে থাকবোই তখন আমাদেরকেই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। উভয় দলই সিদ্ধান্ত নেবে"।

প্রসঙ্গত, এর আগে পাঞ্জাব আপ এবং কংগ্রেস দুই দলের রাজ্য নেতৃত্বরাই জানিয়েছিলেন রাজ্যে কোনো জোট হবে না। পাঞ্জাব আপ জানায় রাজ্যে কোনোভাবেই কংগ্রেসের সাথে লোকসভা নির্বাচনে জোট করবে না তারা। কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে প্রতিটি আসনে প্রার্থী দেবে। আবার পাঞ্জাব কংগ্রেস প্রধান অমরিন্দর সিং রাজা জোটের পক্ষে একটি কথাও বলেননি। বরং একলা চলোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পাঞ্জাবের ১৩টি লোকসভা আসনেই প্রার্থী দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি।

I-N-D-I-A: আসন সমঝোতা চূড়ান্ত না হলেও ৫ রাজ্যে একসাথে লড়বে AAP-কংগ্রেস, সিদ্ধান্ত চূড়ান্ত
I-N-D-I-A: পাঞ্জাবে 'একলা চলো' নীতি কংগ্রেস-আপের! 'ইন্ডিয়া' মঞ্চের ভবিষ্যত কি অনিশ্চিত?
I-N-D-I-A: আসন সমঝোতা চূড়ান্ত না হলেও ৫ রাজ্যে একসাথে লড়বে AAP-কংগ্রেস, সিদ্ধান্ত চূড়ান্ত
Bilkis Bano Case: বিলকিস-কাণ্ডে ১১ ধর্ষকের মধ্যে নিখোঁজ ৯, জেলে ফেরার নির্দেশিকা নেই পুলিশের কাছে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in