বিজেপি (BJP)-কে সাহায্য করার জন্য গুজরাটে (Gujarat) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছে আম আদমি পার্টি (AAP)। মঙ্গলবার, এমনই অভিযোগ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)।
তিনি দাবি করেন, গুজরাটে আসল লড়াই কংগ্রেস (Congress) ও বিজেপির মধ্যে। তবে, কংগ্রেসের ভোট কাটতে আসরে নেমেছে আম আদমি পার্টি (AAP)।
মঙ্গলবার, হায়দ্রাবাদে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা প্রবেশের পর এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন জয়রাম রমেশ।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, গুজরাটে মাটিতে AAP-এর কোনও উপস্থিতি নেই। বিজেপির সঙ্গে তাঁদের ছায়া যুদ্ধ চলছে। তিনি বলেন, ‘AAP নেতারা যেভাবে প্রচার চালাচ্ছেন এবং সমস্যাগুলি তুলে করছেন, তাতে বিজেপি’র সঙ্গে AAP-র কোনও পার্থক্য দেখতে পাচ্ছি না আমরা। দুই দলই ছায়া যুদ্ধে মজেছে।’
এছাড়া, দলের শক্তি বৃদ্ধি নিয়ে দিল্লি এবং পাঞ্জাবে যে বিজ্ঞাপন দিয়েছে AAP সরকার, তা ভুয়ো এবং মিথ্যা বলেও এদিন দাবী করেছেন জয়রাম রমেশ। তিনি বলেন, ‘গুজরাটে আসল লড়াই কংগ্রেস এবং বিজেপির মধ্যে। AAP হল বিজেপির B টিম। কংগ্রেসের ভোট ভাগ করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে AAP।’
কংগ্রেস নেতা অভিযোগ করেন, ২০১২ সালে RSS সমর্থিত আন্দোলন থেকেই AAP-এর জন্ম। তাঁর মতে, ‘২০১২ সালে ‘ইন্ডিয়া এগেন্সট করাপশন’ (India against corruption) আন্দোলনের সামনে ছিল আরএসএস (RSS)। আর তা থেকেই AAP-এর জন্ম হয়েছে।’
একইসঙ্গে, তেলেঙ্গানার মাটিতে পা রেখে আসাদউদ্দিন ওয়াইসি-র অল-ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-কে নিশানা করেন তিনি। AIMIM-কে BJP-র B টিম বলেও তোপ দাগেন রমেশ।
তিনি বলেন, ‘AAP এবং AIMIM- উভয়ই বিজেপির B টিম, যারা কংগ্রেসের ভোট কাটতে বিভিন্ন রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।’
এক প্রশ্নের উত্তরে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, ‘AIMIM আগে UPA-র জোট সঙ্গী ছিল এবং কংগ্রেসের সঙ্গে কাজ করেছে। কিন্তু, আজ সেই AIMIM বিজেপির অক্সিজেন সিলিন্ডারে পরিণত হয়েছে। বিজেপিকে বুস্টার ডোজ দেয় AIMIM। তারা একসঙ্গে আছে।’
তবে, AIMIM-র সঙ্গে কংগ্রেসের বন্ধুত্বের কথা অস্বীকার করেছেন তিনি। জয়রাম বলেন, ‘কংগ্রেসের ভোট কাটাতে বিজেপির নির্দেশে তারা (AIMIM) যেভাবে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি মনে করি না আবার তার পুনরাবৃত্তি ঘটবে।’
তিনি বলেন, বিবাহ বিচ্ছেদ হয়েছে। ‘এটি একক তালাক, তিন তালাক নয়।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন