AAP: নির্বাচনী ইশতেহার প্রকাশ আপের, 'মোদীর গ্যারান্টি'কে পরাস্ত করতে 'কেজরিওয়ালের ১০ গ্যারান্টি'

People's Reporter: আগামী ২৫ মে অর্থাৎ ষষ্ঠ দফার দিন দিল্লিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার ১২ দিন আগে ইশতেহার প্রকাশ করলো আপ।
নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল
নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়ালছবি - অরবিন্দ কেজরিওয়ালের ফেসবুক পেজ
Published on

জেল থেকে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে আম আদমি পার্টির নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন অরবিন্দ কেজরিওয়াল। ইশতেহারে 'মোদীর গ্যারান্টি'কে চ্যালেঞ্জ জানিয়ে ১০ গ্যারান্টির কথা বলেছে আপ।

আগামী ২৫ মে অর্থাৎ ষষ্ঠ দফার দিন দিল্লিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার ১২ দিন আগে ইশতেহার প্রকাশ করলো আপ। আপের নির্বাচনী ইশতেহারে বিনামূল্যে শিক্ষা থেকে ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদান, জিএসটির সরলীকরণ সহ মোট ১০টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। যা নির্বাচনে জিতলে বাস্তবায়িত করবে আপ।

এই ১০টি গ্যারান্টি হলো -

১.সকলের জন্য বিনামূল্যে শিক্ষা

আপ ক্ষমতায় এলে দেশের সমস্ত সরকারি বিদ্যালয়গুলির পরিবেশ আরও উন্নত করবে। সকলের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে।

২. মহল্লা ক্লিনিক

কেজরিওয়াল বলেন, আপ যদি ক্ষমতায় আসে তাহলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। প্রতিটি গ্রামে এবং পাড়ায় পাড়ায় ক্লিনিং গড়ে তোলা হবে। যার ফলে গ্রামের মানুষ সহজে চিকিৎসার সুবিধা পাবেন। ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য।

৩. ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা

আপ ক্ষমতায় এলে দেশের সকল জনগণের জন্য ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা চালু করবে। ২০০ ইউনিট পর্যন্ত সকলকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে বলেই ইশতেহারে দাবি করা হয়েছে।

৪. চীন অধিকৃত জমি মুক্ত করা

আপের ইশতেহারে জানানো হয়েছে, আপ ক্ষমতায় এলে চীনের সাথে ভারতের জমি বিবাদ মেটানো হবে। চীন অধিকৃত জমি উদ্ধার করা হবে। তার জন্য যা যা করতে হবে সমস্ত স্বাধীনতা দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীকে।

৫. অগ্নিবীর প্রকল্প বন্ধ করা

কেজরিওয়াল বলেন, আপ ক্ষমতায় এলে মোদী সরকারের চালু করা অগ্নিবীর প্রকল্প বন্ধ করা হবে। কারণ এই প্রকল্প ভারতের জন্য ভয়ঙ্কর।

৬. কৃষকদের এমএসপি দান

দীর্ঘদিন ধরে কৃষকরা আন্দোলন করছেন ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের জন্য। সেই মূল্য প্রদান করার কথা জানিয়েছে আম আদমি পার্টি।

৭. দিল্লিকে রাজ্য করা হবে

দিল্লি কেন্দ্র শাসিত অঞ্চল সকলেই জানেন। সেই অঞ্চলকে এবার রাজ্যে পরিণত করা হবে বলেই আপের ইশতেহারে দাবি করা হয়েছে। কেজরিওয়াল বলেন, বহুদিন ধরে দিল্লির মানুষকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই দিল্লিকে পৃথক রাজ্য ঘোষণা করা হবে।

৮. কর্মসংস্থান

আপের ইশতেহারে বলা হয়েছে ইন্ডিয়া মঞ্চ বছরে ২ কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করবে।

৯. দুর্নীতি দমন

কেজরিওয়াল বলেন, আমাদের নবম গ্যারান্টি হলো দুর্নীতি দমন করা। আর বিজেপির ওয়াশিং মেশিন হচ্ছে দুর্নীতির অন্যতম কারণ। তা শেষ করা হবে।

১০. জিএসটি-র সরলীকরণ

দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ইন্ডিয়া মঞ্চ ক্ষমতায় এলে আর্থিক তছরুপ আইন থেকে জিএসটিকে মুক্ত করা হবে।

অরবিন্দ কেজরিওয়াল আরও জানান, নতুন ভারত গড়ার লক্ষ্যে এই ১০টি গ্যারান্টি ইশতেহারে রাখা হয়েছে। দেশকে শক্তিশালী করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত ৭৫ বছরে এই কাজগুলি হওয়ার কথা ছিল। কিন্তু তা বাস্তবে হয়নি। ইন্ডিয়া মঞ্চের অন্যান্য দলগুলিও আমার সাথে একমত হবে। তারাও স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য সমানভাবে গুরুত্ব দেবে।

ইন্ডিয়া মঞ্চ থেকে কে প্রধানমন্ত্রী হবেন? এই প্রশ্নের জবাবে কিছুটা হলেও গা বাঁচিয়ে নিলেন কেজরিওয়ালে। তিনি বলেন, অনেক নেতাই আছেন। তবে আমি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই। আমি ইন্ডিয়া মঞ্চের একটি অংশ।

নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল
Lok Sabha Polls 24: শ্রীরামপুরে ইভিএমের ব্যালট ইউনিট চুরির অভিযোগে গ্রেফতার বিজেপির এজেন্ট!
নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল
প্রিসাইডিংয়ের সামনেই দেদার ছাপ্পা তৃণমূল এজেন্টের! সালারে কংগ্রেসের অভিযোগে সরানো হলো অফিসারকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in